আমাদের কথা খুঁজে নিন

   

গোছগাছ করেই কাজে নামার প্রস্তুতি বুলবুলের

নিয়মিত ওয়ার্ডে-ওয়ার্ডে ঘুরছেন।

প্রতিদিনই গত দিনের চেয়ে ব্যস্ততা বাড়ছে। চেষ্টা করছেন সমস্যার গোড়া খুঁজতে। তারই প্রেক্ষিতে তৈরি করবেন উন্নয়নের নকশা। শুরু করবেন স্বপ্নের নগরীর গড়ার কাজ।

সব মিলিয়ে বেশ গোছগাছ করেই কাজে নামার প্রস্তুতি নিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল।

তিনি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিদিনই ব্যস্ততা বাড়ছে। ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে আলাদাভাবে সমস্যা চিহ্নিত করছি। চেষ্টা করছি সমস্যার মূল খুঁজে বের করতে। সে অনুযায়ী মাস্টার প্লান করে তবেই উন্নয়ন কাজে নেমে পড়ব।

গড়ে তুলব স্বপ্নের নগরী। উন্নয়নের কোন দিকটি আগে নজর দিবেন জানতে চাওয়া হলে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো মাথায় রেখেই এগোচ্ছি। সে অনুযায়ী কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য দিয়ে ইতোমধ্যে তিনি মহানগরীর ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। রাজশাহীতে শিল্প কারখানা গড়ে তুলতে তাদের সহযোগিতা চেয়েছেন। বেশ সাড়াও মিলেছে বলে জানান তিনি।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বুলবুল। মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উনি্নত করাসহ হাসপাতালের যাবতীয় অনিয়ম দূর করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন তিনি। স্থানীয় রাজনৈতিক পরিবেশসহ সার্বিক দিক বিবেচনায় স্বাধীনভাবে মহানগরীর উন্নয়ন কাজ করা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক কথায় বন্ধুত্বপূর্ণ পরিবেশ। দলমত নির্বিশেষে তিনি নিজের মতো করে কাজ করতে পারবেন বলে প্রত্যাশা করেন। তবে নগর ভবনে যোগ দেওয়ার পর সেখানে কাজের পরিবেশ কেমন হবে সে বিষয়ে এখনই মন্তব্য করতে পারছেন না বলে উল্লেখ করেন তিনি।

তবে সাক্ষাতকারকালে বুলবুলের আক্ষেপও কম ছিল না। মেয়র হিসেবে নতুন পথচলায় সবচেয়ে বড় অভিজ্ঞতা জানতে চাইলে বলেন, মেয়র হয়েও এখনো যে দায়িত্ব পেলাম না এটাই বড় অভিজ্ঞতা। মেয়র নির্বাচিত হয়ে শুধু রাজনৈতিক জীবন বা ক্যারিয়ার পরিবর্তন নয়, পাল্টে গেছে ব্যক্তিগত জীবনের পট। তার মতে ব্যস্ততার কারণে পরিবার পরিজনকে আগের মতো সময় দিতে পারছেন না। তবে তার দাবি, আমি মেয়র হলেও পরিবার আত্দীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের কাছে সে পরিচয়েই আছি।

সেখানেও একান্ত দাবি তাদের এই বন্ধু বা কাছের মানুষটি যেন কেবল রাজশাহীর উন্নয়নেই নিরলস কাজ করে যায়। স্থানীয় সরকারের একজন জনপ্রতিনিধি হলেও নিজ দলের কথাও কম ভাবছেন না বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক বুলবুল। আসছে দিনগুলোতে স্থানীয় বিএনপির জন্যও তাকে অনেক কাজ করতে হবে বলে উল্লেখ করেন। সিটি কর্পোরেশনে কাজের বাইরে দলের জন্য আলাদা সময় ব্যয়ের কথাও ভাবছেন। তবে সে ক্ষেত্রে নগর ভবনে কোনো দলীয় কর্মকাণ্ড হতে দেবেন না বলে দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন তিনি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।