ইন্টারনেট হলো এমন একটি জগত যার সাহায্যে তথ্য খুব সহজেই আমরা পারি। এই সব তথ্য ওয়েবসাইট এ দেওয়া থাকে
গুগলএ সার্চ করলেই আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য খুব সহজেই পেয়ে যাই। এই তথ্য গুলি সার্ভার এর মধ্যে জমা থাকে।
প্রতি নিয়ত নুতন নুতন ওয়েবসাইট আসছে। ব্লগার রা ওয়েবসাইটএ ব্লগ লিখে অনেক অনেক ইনকাম করছে।
আমরাও অনকে ডোমেইন কিনে ফেলি কিন্তু আমাদের ওয়েবসাইট কোথায় হোস্টিং করবো সেটা নিয়ে অনেক রিসার্চ করি কোথায়
হোস্টিং করলে ভালো হবে সেটাও খুজে দেখি। গুগল এ সার্চ করলে আমরা অনেক হোস্টিং কোম্পানির অ্যাড দেখি। অনেক লোকাল
কোম্পানি আছে যারা খুব কম টাকায় হোস্টিং দেয়। আনলিমিটেড হোস্টিং, আনলিমিটেড ব্যান্ডউইডথ দেখে আমরা কিনেও নি।
কিন্তু পরে দেখা যায় অনেক লিমিটেসন থাকে।
আবার কিছু কিছু কোম্পানি গুলোর মাঝে মাঝে সার্ভার ডাউন থাকে।
সুতরাং আপনার ওয়েবসাইট এর জন্য ভালো হোস্টিং প্রোভাইডার এর কাছ থেকেই হোস্টিং কিনবেন।
আমার দেখা সবথেকে ভালো ও নির্ভর যোগ্য দুটো হোস্টিং কোম্পানি হলো----------
১.Bluehost - bluehost একটি নির্ভর যোগ্য হোস্টিং কোম্পানি। এখানে লক্ষ লক্ষ ওয়েবসাইট হোস্টিং করা হই
wordpress officially bluehost কেই হোস্টিং প্রোভাইডার হিসেবে রেকমেন্ড করে। bluehost আপনাকে
একটা ক্লিক এই wordpress install এর সুবিধা দেয়।
খুব সহজেই আপনি এখানে wordpress ইনস্টল করতে
পারবেন। এখানে আপনি একসাথে অনেক ডোমেইন (আনলিমিটেড ) হোস্টিং করতে পারেন। এছাড়া আপনি পাবেন
আনলিমিটেড ডিস্ক স্পেস আনলিমিটেড ট্রান্সফার আনলিমিটেড ইমেইল হোস্টিং এর সুবিধা। এছাড়া ও আপনি
বিনামূল্যে একটি ডোমেইন ও পাবেন।
২.Hostgator -Hostgator হচ্ছে সারা বিশ্বের সব থেকে সেরা হোস্টিং কোম্পানি।
Hostgator এর সার্ভার খুব ফাস্ট
এবং সবসময় up থাকে। এখানেও আপনি আনলিমিটেড ডিস্ক স্পেস আনলিমিটেড ব্যান্ডউইডথ ও আনলিমিটেড ইমেইল
হোস্টিং এর সুবিধা পাবেন। সাথে পাবেন ১০০$গুগল adwords credit একদম বিনামূলে। এখানে কিছু
এপ্লিকেশন পাবেন যার সাহায্যে খুব সহজেই ecommerce ওয়েবসাইট তৈরী করতে পারবেন নিজেই খুব সহজে।
Bluehost ও Hostgator এ 25% discount পেতে হলে Special Offer এই লিঙ্ক এ যান এবং পোস্টটির
শেসের পার্ট টি দেখুন।
কোনো হেল্প এর দরকার হলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।