প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
.
চউখতারা বলে কেউ নেই আসলে,যে ছিলো তার নাম নয়নতারা। নয়নতারা এক সন্ধ্যায় আর ঘরে ফেরে নি।আমরা আশা করে ছিলাম অনেকদিন, নয়নতারা একদিন ফিরে আসবে, আমাদের সাথে হাসবে, দাঁড়িয়াবান্ধায় বিশাল বোল দেবে। আমরা আশা করেছিলাম, আবার ইচ্ছে করেই ছোঁয়াছুঁয়ি খেলায় হেরে যাব। কিন্তু নয়নতারা আর ফিরে আসেনি।
শোকসভা হলো, মায়েদের মহলে হা হুতাশ চলল,চিরতরে স্থগিত হয়ে গেলো গোল্লাছুট।অবশেষে একদিন, আমরা নয়নতারার জন্য পৃথিবীর ক্ষুদ্রতম কবিতা আর ক্ষুদ্রতম গল্প টি লিখে তাকেই ভুলে গেলাম।
সেই ক্ষুদ্রতম কবিতা
চলমান মৃত্যু!
সেই ক্ষুদ্রতম গল্প
অবশেষে সে সফল হলো আত্মহত্যায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।