আমাদের কথা খুঁজে নিন

   

আমি বুজতেপারছিনা বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশী সংবাদ মাধ্যম গুলো ইউনুসের এর ব্যপারে কেন এত ইন্টারেষ্ট দেখাচ্ছে ??

১২৩
আমি বুজতেপারছিনা বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশী সংবাদ মাধ্যম গুলো ইউনুসের এর ব্যপারে কেন এত ইন্টারেষ্ট দেখাচ্ছে ?? ১) রিপোর্টটি পাবলিশ হয়েছে নরওয়ে তে যে দেশটি কিনা জিপি / টেলিনর এর মাদার কান্ট্রী। আমরা সকলেই জানি টেলিনর এর ৬২% এবং গ্রামীন টেলিকম এর ৩৮% শেয়ার আছে । ব্যাবসায়িক অংশীদারীত্বের চুক্তি অনুযায়ী টেলিনর কে অবশ্যয় মেজরিটি শেয়ার গ্রামীন টেলিকম দিতে হবে কিন্তু টেলিনর তা দিতে অসীকার করে; এবং এই নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন আছে। ২) কত টাকা দরকার হয় বাংলাদেশ সরকার, সংবাদপএ এবং হাই কোর্টের বিচারপতিকে কিনতে ??? টেলিনর এর তা আছে। ৩) ইতিমধ্যে কেয়ার টেকার সরকারের আমলে ইউনুসের আচরন আওয়ামী লীগ এর পচ্ছন্দ করেনি।

***** ইতিমধ্যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী ড. ইউনূসের আর্থিক অনিয়মের বিষয়ে এবার সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, বাংলাদেশ অনেক কিছুতেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জনগণের টাকা নিয়ে ভোজবাজির খেলাও একটা দৃষ্টান্ত। দরিদ্র মানুষের কথা বলে অর্থ চুষে খাওয়া হয়। অথচ কোথাও তাদের উন্নতি হয়নি।

শুধু দরিদ্রদের দেখিয়ে টাকা নিয়ে আসা হয়েছে। আমাদের সরকার প্রধান ও সংবাদপএ গুলো যদি নিরপেক্ষ থাকত তাহলে ড. মনমোহন সিং এর এতবড় দুঃসাহস হতনা এই বলতে বাংলাদেশ বাংলাদেশ অনেক কিছুতেই দৃষ্টান্ত স্থাপন করেছে,জনগণের টাকা নিয়ে ভোজবাজির খেলাও একটা দৃষ্টান্ত। >> লজ্জায় মাথা নিচু হয়ে যায় ....আর ভাবতে থাকী আমরা জাতি হিসাবে কি উন্নত মনের অধিকারী হতে পারিনা ??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।