আমাদের কথা খুঁজে নিন

   

করচি নিকুচি



এই কি মোদের রুচি? এই কি মোদের রুচি! নেতায় দিলেই খাব মোরা গোবর ভরা লুচি? গদ্য-পদ্য লিখি না কম মোদের কথায় ভরে গাল, নৃত্যে মোরা দশভুজা খেমটা নাচের তাল; মোরা আসলেই এক আবাল করি নোংরা কদম বুচি! ভাবি মোরা মোরাই আসল বাকী সবাই ভুয়া, মোদের নিবাস আসলে এক মস্ত বড় কুয়া; মোরা নর্দমার ঐ চুয়া মোরা দুর্গন্ধী সেই চুয়া! মোরা ভাবি মোরাই সঠিক বোকা পুরো দেশ, মোদের জামা খুলে নিলে বলি, বেশ বেশ! মোদের ভক্তি যে অশেষ তাই নাই কোন ক্লেশ! মোদের এমন ভক্তির করি নিকুচি, করচি নিকুচি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।