আমাদের কথা খুঁজে নিন

   

নির্জনতার চিৎকার!

আপনারে আমি খুঁজিয়া বেড়াই..পাই যদিবা.ক্ষণেক্ষণে হারাই

বসে ছিলাম চুপটি করে কোলাহলের এই শহরে জানালার সারশিটাতে ছুঁয়ে আমার শুন্য এই হাত!! কিন্তু তখন তারারাও ঘুম ভীষণ একা রাত! বৃষ্টি হলে পরে কী মনে এই "আমি"টার কথা? কোলাহলের মাঝেও কি বুঝো আমার চুপটি নীরবতা? কখনও কী চায় না মন হাতটা ছুঁতে মোর? যেই হাত টা ধরতে কখনও করতে আহ্লাদী জোর? কখনও কি ইচ্ছা করে জানতে-কেমন আছি?? আমার প্রাণবায়ুটা ছেড়ে আমি কেমন করে বাঁচি? কেমন করে বাঁচো তুমি এই আমাকে ছেড়ে? বেঁচে থাকার সব অধিকার কেন নিলে তবে কেড়ে? তুমিও তো ভাল নেই তাও তো আমি জানি আমারটা মানিও যদি তোমার কান্না কেমন করে মানি মেঘ হয়ে ই্চ্ছে করে তোমার সব কান্না গুলোকে বাষ্প করি তোমার যখন নিজেকে নিয়ে কষ্ট হবে,রাগ করবে তখন তোমাকে আমার মাঝে চেপে ধরি তুমিএখনও আছ বেঁচে আমার এ হৃদয়ে আমার সকল না পাওয়ার মাঝে এক চিলতে পূর্ণতা হয়ে......... ************************** ইচ্ছে হলে ভালবাসিস... না হয় থাকিস ,,, যেমন থাকে স্নিগ্ধ গাংচিল!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।