এক মুঠো গানে এক জীবনের গল্প।
কখনো বিরহ কখনো বিহবলের সুর।
আর কত সুর হয়ে যায় অচেনা অজানা,
ভীড়ে অন্য এক বন্দরে।
এতদিন যে ছিল কাছে,স্পর্শ তার
নির্বাসিত নির্জনতার কোলে।
বিসর্জিত পথে একলা পথিক আমি।
সময় জানেনা কত দুঃসময় আর অ-সময়
তার মাঝে বাস করে।
আমি শুধু নিরবে দেখে যাই
অগোছানো পথ চলার অজানা জীবন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।