জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ দেশে আজ ধর্ম নিয়ে ফতোয়া দেওয়ার লোকের অভাব নেই। যখন তখন সেখানে সেখানে ধর্মের বয়ান শুনে এখন নিজেকেই বড় মুর্খ মনে হয়। সঙ্গে সঙ্গে আতঙ্কিতও হই এই ভেবে যে কেয়ামত খুবই সন্নিকটে। কারন কেয়ামতের একটি অন্যতম আলামত হলো ইলম বা ধর্মীয় জ্ঞান কমে আসবে। যারা দ্বীনদার ইসলাম সম্পর্কে যারা বুৎপত্তি রাখেন তাদের কাছ থেকে ধর্মীয় বাণী শোনার কেউ থাকবেনা। আর যারা সমাজে মূর্খ তারাই হবে ধর্মের প্রচারক। হাদীসের বানী অনুযায়ি আল্লাহ ধীরে ধীরে ইলমদারদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নিয়ে যাবেন। এভাবে একসময় মূর্খরাই হবে আলেম। আজ রাস্তাঘাটে নানান জনের মুখে ধর্মের বয়ান আর ফতোয়া শুনে সে কথারই বাস্তবতা খুঁজে পাচ্ছি। তাই জীবনানন্দ দাশের একটি কবিতার সামান্য ক'টি লাইন আমার মাঝে মাঝে খুই মনে পড়ে,,, অদ্ভুৎ আধার এক পৃথিবীতে এসেছে আজ যার অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের অন্তরে প্রেম নাই প্রীতি নাই করুনার আলোড়ন নাই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।