কষ্ট হলেও সত্য বলা বা স্বীকার করার সাহসই সবচেয়ে বড় সততা।
দুই দিন আগে আমার এক বন্ধু ইষ্টার্ণ প্লাজায় গিয়েছিলো তার এক রিলেটিভের জন্য মোবাইল কিনতে । তারা ছিলো ৪ জন। এদের মধ্যে একজন দেখতে একটু বোকা। তাকেই টার্গেট নিয়েছিলো প্রতারক চক্র।
পাঁচ তলায় মোবাইল মার্কেটে উঠতেই একটা লোক তাকে বললো, "ভাই আমার কাছে ভালো একটা মোবাইল আছে, আপানি কিনবেন? মার্কেটে দাম ২৫ হাজার টাকা, আপনি ৮ হাজার টাকা দিলেই হবে। " একথা বলে নোকিয়ার এন-৭০ সেটটি বের করলো। দামী সেট এত কম দাম শুণে তারা প্রভাবিত হলো। দামাদামী করে ৪ হাজার টাকায় কিনলো। তারপর প্রতারক মোবইল থেকে তার নিজস্ব সিম খুলতে খুলতে ৫ তলা থেকে নামতে নামতে নিচতলায় আসলো।
এক সুযোগে সে তার অন্যপকেটে থাকা একই মডেলের আরেকটি সেট বদলের দৃশ্যটি তারা খেয়াল করতে পারেনি। তারপর দাম নিয়ে দ্রুত প্রতারকটি কেটে পড়ে। তারা মোবাইলটি হাতে নিয়ে এতে সিম ডুকানোর চেষ্টা করে দেখলো, মোবাইলের বক্সটি সাবান দিয়ে ভর্তি করা। যখন টের পেলো এটি একই রকম দেখতে অন্য আরেকটি সেট ততক্ষণে প্রতারক কি আর আছে সেখানে!!! সুতরাং সবাইকে আহবান করছি একটু ভেবে-চিন্তে পথ চলতে। কয়েকদিন আগেও আরেকটি প্রতারণার কথা শুনেছিলাম.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।