আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজির চেয়ে স্প্যানিশ ভাষার ভবিষ্যৎ ভালো

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

বিশ্ব জনসংখ্যার ১০ শতাংশ এক সময় স্প্যানিশ ভাষায় কথা বলবে। ২০৫০ সালের মধ্যেই এমন হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে এই হার হবে সর্বাধিক। কিউবার ভাষাবিজ্ঞানী হুমবের্তো লোপেজ মোরালেস সোমবার একটি বইমেলায় এ মন্তব্য করেন। খবর এএফপি স্প্যানিশ ভাষার একাডেমির প্রধান হুমবের্তো লোপেজ দর্শকদের উদ্দেশে বলেন, ‘এ ভবিষ্যতবাণী আমাদের খুশি করেনি।

’ হুমবের্তো লোপেজ মোরালেস তার ‘দ্য ইভল্যুশন অব দি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ থ্রুআউট দ্য ওয়ার্ল্ড’ বইয়ের জন্য এ মেলায় বিশেষ পুরস্কার পান। বর্তমানে বিশ্বের বহুল ব্যবহৃত ভাষা ইংরেজি ও মান্দারিনের উল্লেখ না করে লোপেজ বলেন, ‘২০৫০ সালে বিশ্ব জনসংখ্যার ১ দশমিক ৪ শতাংশ মানুষ ফরাসি এবং ১ দশমিক ২ শতাংশ মানুষ জার্মান ভাষায় কথা বলবে। ’ বর্তমান গবেষণায় দেখা গেছে, বিশ্ব জনসংখ্যায় ইংরেজি ভাষাভাষী জনগোষ্ঠী ৭ শতাংশ থেকে কমে ২০৫০ সালের মধ্যে মাত্র ৫ শতাংশে গিয়ে দাঁড়াবে। একইসঙ্গে মধ্য একুশ শতকের মধ্যভাগে সারা বিশ্বের ৫০ কোটি ৮ লাখ মানুষ শেকসপিয়ারের ইংরেজি ভাষায় কথা বলবে। ব্রিটিশ কাউন্সিল এ তথ্য জানায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.