আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাংলাদেশ সাইটটি ইংরেজির পাশাপাশি এখন বাংলাতেও

ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ব্লগ এডিটর

http://www.digitalbangladesh.gov.bd ওয়েবসাইটটি বাংলাদেশের বিভিন্ন ডিজিটাল উদ্যোগের (তথ্য-প্রযুক্তি ব্যবহার করে জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দেয়া) সাথে জনগনকে পরিচিত করিয়ে আসছে। এই ওয়েবসাইটটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত সকল পদক্ষেপ, গৃহীত পদক্ষেপের বর্তমান অগ্রগতি, নতুন পদক্ষেপ, সম্ভাব্য সব পদক্ষেপ সহ এ সংক্রান্ত বিভিন্ন প্রকৃত তথ্য হালনাগাদ অবস্থায় প্রকাশ করে থাকে। এর পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ নিয়ে জনগনের মতামত, ধারণা এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনগনের দোরগোড়ায় কিভাবে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা যায় এ বিষয়ে জনগনের পরামর্শ, আইডিয়া গ্রহন, এবং ডিসকাশনের জন্য এই ওয়েবসাইট একটি সেতুবন্ধ হিসেবে কাজ করে। এতদিন ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইটটি শুধুমাত্র ইংরেজি ভাষাতেই সীমিত ছিলো। কিন্তু জনগনের অনুরোধ, আগ্রহের কথা বিবেচনা করে এবং ডিজিটাল বাংলাদেশ প্রকৃত ধারণা, তথ্য জনগনের মাঝে আরো বিস্তৃতভাবে ছড়িয়ে দেয়ার জন্য ডিজিটাল বাংলাদেশ সাইটটি ইংরেজির পাশাপাশি এখন বাংলা ভাষাতেও চালু হয়েছে।

বাংলার জন্য ওয়েবসাইটের উপরে ডান পাশে ল্যাঙ্গুয়েজ অপশন থেকে বাংলা তে ক্লিক করুন। এছাড়া আপনি http://www.digitalbangladesh.gov.bd/bangla/ এই ঠিকানা ব্যবহার করে সরাসরি বাংলা সাইটে ঢুকতে পারেন। জনগনের সাথে সরকারের একটি ভার্চুয়াল সেতুবন্ধ তৈরিই আমাদের মূল লক্ষ্য। তাই এই ওয়েবসাইটটিকে ব্লগ সাইটের আদলে তৈরি করা হয়েছে। সরকার আপনাদের সাথে যোগাযোগের জন্য হাত বাড়িয়েই আছে।

ডিজিটাল বাংলাদেশ সাইটটি নিয়মিত ভ্রমন এবং অংশগ্রহনের মাধ্যমে আপনি এই সেতুবন্ধকে আরো বেশী দৃঢ় করতে পারেন। ডিজিটাল বাংলাদেশ ব্লগসাইটটি নিয়মিত দেখতে থাকুন, অংশ নিন, এবং আপনার মতামত দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.