আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়াতে নাটক,সিনেমায় দরিদ্র মানুষদেরকে হেয় ভাবে উপস্থাপন করা কতটা যুক্তিযুক্ত?



দেশে বিভিন্ন নাটোক,ছায়াছবি ও কৌতুকে গরীব মানুষদেরকে হেয় ভাবে উপস্থাপন করা হয়।মিডিয়াতে দেখানো হয় যে ধনীরা রিকশা চালক,বাড়ীর কাজের লোকদের সাথে খুব খারাপ আচরণ করছে।নাটকের নায়কের হাতে রিকশাওয়ালার চড় খাওয়া এখন তো খুব পরিচিত এবং নিয়মিত নাট্য ঘটনা।কাজের বুয়াদের অনেক সময় কমিক ভাবে উস্থাপন করতে যেয়ে নাট্যকার তাদেরকে মানুষের কাতারের বাইরে ফেলে দেন। এসব দেখে আমাদের আগামী প্রজন্ম কি শিখছে? আমরা কি একবারও তা ভেবে দেখেছ?এখন আমাদের আচার-আচরণে মিডিয়ার প্রভাব অনেক(মা,খালা ও বোনেরা তো এখন নিজেদেরকে হিন্দি সিরিয়ালের নায়িকা মনে করে আলরেডি!)।আমরা কি পরোক্ষভাবে এসব শিখে ফেলছি না?দরিদ্র মানুষেরা তো আমাদের সমাজেরই অংশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।