আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যপ্রাচ্যের মিডিয়াতে এই ছবিটি কখনই প্রকাশ করা হবেনা (সাময়িক))

Everyone is entitled to my opinion. মধ্যপ্রাচ্যের মিডিয়া তে এই ছবি টি কখন ই প্রকাশ হবেনা তবে যে তাদের দম্ভ বিনাশ হবে এই ছবি টি আমেরিকার টেক্সাসের গ্যালভেস্টনের ২০০৮ সালে সংঘটিত হারিকেন আইকের ধ্বংসযজ্ঞের পরবর্তী ছবি পুরো এলাকা বিধ্বস্ত মাঝে দারিয়ে আছে এক নাসারা ওয়ারেন এবং প্যাম এডামসের বাসা। আর যারা বলবেন এটা ঘটনাক্রমে মাত্র ! তাদের বলছি এরকম কয়েকটা ঘটনার প্রমান আছে আরও ! সব ই শুধুই ঘটনাক্রমে !!! যাই হোক মধ্যপ্রাচ্যের মিডিয়া না হোক আমরা তো সবাই ছবি টি ছড়িয়ে দেব নাকি??? নাকি আমরাও ওদের মত ছবি টি শেয়ার করব না??? সিদ্ধান্ত আপনার ভিন্ন এঙ্গেল থেকে হারিকেনের পরে তোলা ছবি: হারিকেনের আগের ছবি: সূত্র: সিএনএন  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.