আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।
আজ বিরোধী দল বিএনপি কর্তৃক সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকা হলেও মৌলভীবাজারের সর্বত্রই ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। এমনকি হরতালের পূর্ণ সমর্থন নিয়ে মাঠে থাকার কথা বললেও বিএনপিসহ সমমনা নেতাকর্মীদের কোথাও দেখা যায় নি। শহরের কোথাও কোন মিছিল সমাবেশ বের হয় নি। কোন ধরণের পিকেটিং ও ভাংচুর পরিলক্ষিত হয নি।
সকাল থেকেই সকল সরকারি ও বেসরকারি অফিস আদালতসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। হরতাল চলাকালে দূরপাল্লার গাড়ি না চললেও শহরের স্থানীয় যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল সাভাবিক ছিল। এদিকে হরতাল চলাকালীন সময়ে শহরে যানবাহনসহ পথচারী ও ব্যবসায়ীদের যাতে কোন অনুবিধা না হয় সেজন্য কড়া নিরাপত্তা রেখেছে পুলিশ।
এদিকে হরতারের আগের দিন বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা সদরে এক বিক্ষোভ মিছিল বের করলে মৌলভীবাজার মডেল থানা পুলিশ মিছিলটি ভেঙ্গে দেয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ উপজেলায়ও হরতালের অবস্থা ছিল একই রকম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।