রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাজীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ছবর আলী (৫৫), তার দুই ছেলে রফিক (৩০) ও আটোরিকশা চালক হদিস মিয়া (২৭), পাশের ইসলামপুর গ্রামের সোলেমান মিয়া (৬২) ও জাহেদ মিয়া (২৫)।
মৌলভীবাজার মডেল থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ২টার দিকে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন রফিক ও জাহেদ মিয়া।
মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর ছবর আলী ও সোলেমান মিয়া এবং সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক হদিস মিয়া মারা যান।
নিহতদের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, রফিকের বিয়ের কনে দেখতে ছবর আলী দুই ছেলে ও দুই প্রতিবেশীকে নিয়ে সিলেটের গোয়ালাবাজার যাচ্ছিলেন।
পুলিশ বাসের চালক ছাদ মিয়াকে (৬৫) বাসসহ আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।