মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম(৪৩) নামে ১ নারী নিহত ও অপর ৩ জন যাত্রী আহত হয়েছে। তিনি সদর উপজেলার আখাইলকুরা গ্রামের মনির মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টায় ঢাকা-সিলেট সহাসড়কের শেরপুর গ্রাম এলাকায় সিলেটমুখী ১টি ট্রাকের সাথে মৌলভীবাজারমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটঁনাস্থলেই আমেনা বেগম নিহত হন। আহত অপর ৩ যাত্রী মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল হাই নিহতের সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।