বঙ্গপসাগরের কোল ঘেসে জেগে ওঠা দ্বীপ এবং ভোলা জেলার শেষ সীমানা Ñ ঢাল চর । প্রকৃতি যেন উদার ভাবে তার সৌন্দর্যের ডানা মেলে রেখেছে এই সাগর মেহনায়। কী নেই এখানে! দখিন দিকে যত দূর চোখ যায় শুধু সাগরের অথৈ জলরাশি। আছে বিশাল বিশাল বন।বনে হাজার হাজার গরু মহিষের মুক্ত চলাফেরা। এখান থেকে র্সূযাস্থ স্পস্ট দেখা যায়। ক্রমশ লাল বর্ন ধারন করে র্সূযটা বাংলাদেশকে বিদায় জানিয়ে সাগরের বুকে ঢলে পওে ।আগামী কাল জগে ওঠার নতুন প্রত্যাশায়। এ যেন কক্রবাজার আর সুন্দরবনের দৈত¦ মিশেলের রূপসী বাংলাদেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।