আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিভূজের মিথ্যাচার আর আমাদের সামগ্রিক সাম্প্রদায়িক ভাবনা!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

প্রথমে এই পোস্ট টা পড়েন! তার জন্য আমার কমেন্ট!: তরমুজ, এটিম যখন তুমারে আক্রমন করছিলো তখন তুমার প্রতি ন্যুনতম একটু জায়গা ছিলো। অবশ্য তখন তুমার লেখা ভালো কইরা পড়তাম না, ক্যাচাল জিনিসটা আমার পছন্দ হয় না। তুমারে প্রথম চিনি যখন তুমি মানুষ চান্দে যায় নাই এইটা নিয়া ক্যাচাল করলা আর সেই ক্যাচালের সাফাই দিতে ম্যাসেন্জ্ঞারে তুমার জ্ঞানের ঘট দেখাইলা। মনে আছে সেইদিন তুমারে কেমনে প্রশ্ন করছিলাম আর তুমি কি উত্তর দিছিলা।

তারপর যখনই দেখতাম তখনই হাসি আসতো লাস্টে যখন দেখলাম তুমি বিগ ব্যাং নিয়া কথা কইলা। হাসতেই আছিলাম। অবশ্য তুমি আমার পিছে অনেক আগেই লাগছিলা এইটা বুঝতে পারছিলাম তুমার একটা কমেন্ট দেইখা, সেইটা অনেকটা এমন আমি ইসলাম জানি না তবে ভাব দেখাই আমি অনেক জানি! আমি স্বীকারও করি আমি ইসলাম জানি না! একখান কথা কই, আমার এক দুসম্পর্কের ভাই আছে সেদিন অনুষ্ঠানে ইমামতির প্রশিক্ষন নিতে গেছিলো, বোয়ালমারী বাসা তার। তারে একটু আগে ফোন দিছিলাম, ঘটনা হইলো কিছু না, কিছু ইমামের অনুরোধে তারা একটা কিছু প্রদর্শন করছে আর সেইটা দেইখা ইমামগন খুশি হইছে। একটা মাইয়া টি শার্ট পড়া আছিলো আর বাকী সব মাইয়া গুলান ফুল হাতা ড্রেস পইড়াই আছিলো।

দুইটা পোলা মাইয়া ২-৩ মিনিটের জন্য কিছু স্টেপস দেখাইছে আর যখন হাত তালী পড়ছে তখন ওরা বেশ আবেগাপ্লুত হইছে! ইসলামে একখান কথা আছে যখন তুমি একটা খবর বলবা তার মধ্যে যদি এতটুকু মিথ্যা থাকে তাহলে সেটাও অপরাধ! তোমার পোস্টের কথা কই, তুমি প্রথমে কইছো উলঙ্গ যেইটার মানে কইতে তুমি প্রায়োগিক হাবিজাবি কইলা। মনে হইলো বাংলা তুমি এখন নতুন কইরা শিখাইবা। তারপর মিথ্যা কইলা তুমি অনুষ্ঠান না দেইখাই কইলা কিছু কান কথায় কান দিয়া আর সেইটা ফলাও কইরা প্রচার করলা। তারপর ওরা নাচছে ২-৩ মিনিট তাও ইমামগো অনুরোধে। এইটা তুমি কইলা না, বরংচ বাড়ায় কইলা বুকে বুক মিশাইয়া নাচ।

কুন কুন পয়েন্টে বুক মিশাইছে সেইটা যদি জিগাই তাইলে কইবা আমি ভালগার! আল্লাহকে ভয় করো ত্রিভূজ, মাঝে মাঝে মনে হয় তুমি আল্লাহকেও বিশ্বাস করো না, যদি করতা তাইলে এরকম সাম্প্রদায়িক মিথ্যা কথা তুমি ছড়াইতা না! আল ফিতনাতু আসাদ্দুমিনাল কাতলে! তুমার মতো মানুষের জন্য আজকে এ টিমের দরকার! আমরা বাঙ্গালী সবসময় প্রতিবাদী, কিন্তু এরকম উষ্কানীমূলক মিথ্যা কথার জন্য আমরা প্রতিবাদ না করে সমাজে কিছু কীটদের শক্তিশালী করতে কি সাহায্য করছি না? ৩৩ নম্বর কমেন্টে একটা সুন্দর কথা বলা হইছে! মনে হয় এটা করলেও খুব একটা খারাপ হতো না, অন্তত জাতী হিসাবে অথবা দল হিসাবে নিজেদের একটা প্লাটফ্রম দিতে পারতো এরা। কিন্তু পারেনি! বৃষ্টি ভেজা সকাল বলেছেন: একটি ইসলামী সংস্থার ইসলামী অনুষ্ঠানে নাচানাচি করাটা স্বাভাবিক ভাবেই কেউ সমর্থন করবেনা। কিন্তু কথা হইল সেটারে এভাবে উলঙ্গ নাচ উলঙ্গ নাচ কইয়া বেড়ানওতো ভালা না। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪২ লেখক বলেছেন: এখন আপনে একটা কাজের কথা বলছেন। যদিও তারা ইমাম, সে ক্ষেত্রে নৃত্য ব্যাপারটায় আপত্তী আছে যদি সেটা নারী পুরুষ এক সাথে হয়।

শুধু একথাটা লিখলেই কাজ হয়ে যায়! কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য এত বড় মিথ্যা কথা, উষ্কানী, সেটাও তো কম না! একটু ভেবে দেখুন সবাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।