আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিভূজের ইলিউশনে বিচরণ করুন সারাদিন

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমাদের ধারাবাহিক সাক্ষাতকার ভিত্তিক আয়োজন আগুনের পরশমনিতে আজকের অতিথি ত্রিভূজ। তিনি নিঃসন্দেহে সবচেয়ে বেশী প্রশ্ন ও মন্তব্যের কেন্দ্র হয়ে উঠেছেন ব্লগজীবনে। এমনও হয়েছে তাকে উৎসর্গ করে প্রতিদিন একটা করে পোস্ট ডেলিভারি হচ্ছিল। যা ক্ষত তৈরী করেছে। কিন্তু আবার কারো সস্নেহ সহচার্যে নিজেকে ফিরে পেয়েছেন; হারিয়ে যেতে দেননি।

ব্লগে বিভিন্নমূখী বিষয়ে মন্তব্য করে একজন বলিষ্ঠ সমালোচক হিসাবে প্রশংসা অর্জনকারী ত্রিভূজ আজ আগুনের পরশমনির দারপ্রানত্দে। ত্রিভূজ তার অন্তরংগ আলাপচারিতায় আমাদেরকে জানাবেন তার চিনত্দা ও অনুভূতির কথা। এ বিনিময়ে নিঃসন্দেহে আমরা জানতে পারবো একজন মানুষের অনেক না বলা কথা যা আমাদের চিনত্দার পুনর্গঠনে সাহায্য করতে পারে। প্রশ্ন করুন আপনাদের ইচ্ছেমত তবে অবশ্যই সংযত ভাষা ব্যবহার করে। নইলে আমিও অবশ্য কিছু ভাষা কেঁেট ছেটে উপযোগী করে তুলতে পারবো।

ত্রিভূজ যেকোন সময়ে এসে আপনাদের প্রশ্নের উত্তর দেয়া শুরু করবে - সেসময় পর্যন্ত জমা করুন আপনাদের জিজ্ঞাসাগুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।