সাতক্ষীরার পদ্মশাখরা ও শাখরা বিডি আর ক্যাম্পে সীমান্তরক্ষী বাহিনীর পাশবিকতার স্বীকার হয়েছে প্রায় তিন হাজার। সাতক্ষীরার ইছামতি নদী পার হয়ে আসলে এদেরকে কাস্টমস কতৃপক্ষ আটক করে। তাদেরকে অবৈধ পথে সীমান্ত পার হওয়ার অভিযোগে আটক করা হয়েছে বলে কতৃপক্ষ বলছেন।
এদিকে সংকীর্ণ জায়গায় কোনরকমে সকলকে গাদাগাদি করে কাস্টমসের গুদাম ঘরে আটকে রাখা হয়েছে। খাবারের সংকট তীব্র আকার ধারন করেছে।
ক্ষুধার যন্ত্রনায় ইতিমধ্যে ছটফট করতে করতে ৫৪ জনের প্রানহানি ঘটেছে বলে খবরে প্রকাশ।
এরকম অমানবিক আচরনে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিশেষ করে ক্ষুধার জালায় মৃত্য কেউই মেনে নিতে পারছে না। তবে বিডিআর কতৃপক্ষ তাদের গাফিলতি এবং অমানবিক আচরনের কথা আস্বীকার করেছে। তারা এদেরকে বাচানোর যথাসাধ্য চেষ্টা করেছেন বলেও দাবী করেন।
বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।