আমাদের কথা খুঁজে নিন

   

ইমাম প্রশিক্ষনে ডিস্কো নৃত্য .. কি ঘটেছিল ইসলামি ফাউন্ডেশনে !!



পত্রিকা গুলি পড়ে আমার কাছে অত Sirius মনে হয় নাই (যেমন টা লিখেছে মানবজমিন- নয়াদিগন্ত .. ইমাম দের প্রশিক্ষনে উলংগ ডিস্কো নৃত্য .. উপস্থিত সবাই .. ক্ষোভে বিক্ষোবে ফেটে পড়ে) ঘটনা যা বুঝলাম, ইসলামি ফউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষন কেন্দ্রে ইমাম দের training চলছিল, ঘটনাচক্রে ওই দিন শিক্ষা সফরে আসা একদল মার্কিন ছাত্র-ছাত্রী পুর্বনির্ধারিত পরিদর্শনে আসে। তারা সারা দিনই ই প্রশিক্ষনরত ইমাম সাহেব দের সাথে বিভিন্ন প্রশ্ন জিগ্যাসা করেছে সেগুলো আবার আনুবাদ করে তাদের বুঝানো হয়েছে। প্রশিক্ষন ক্লাস শেষে যে সময় টুকু বাঁচে ওই সময় টা আর lunch time নামাজের টাইম সহ ঘন্টা খানিকের বেশি সময় free time, এই সময় টা ইমাম সাহেব রা ব্যক্তিগত কাজ সারে নতুবা auditorium এ বসতে বলা হয়। সেখানে সঙ্গিতানুষ্ঠান চলছিল (হামদ-নাত) ইসলামে তো বাজনা ছাড়া গান জায়েজ। আমেরিকান পোলাপান গুলা বসে আনুষ্ঠান দেখছিল, ৩০টা আম্রিকার ছাত্র-ছাত্রী, বুঝেনইত multinational সাদাচুল, কোক্রাচুল, ধামা ছুল, নাকবোঁচা, কালাচামড়া সব কিছিমের। আনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু প্রশিক্ষনার্থি মওলানা বিদেশী student দের তাদের নিজস্য দেশের সংগিত পরিবেশন করতে বলে। ওই ধরনের অনুষ্ঠানে উপস্থিত লোকজনের কাছে এই ধরনের অনুরোধ মোটেই অস্বাভাবিক মনে হয় নাই, তারা যেহেতু বাজনা নাই হাতে তালির সাথে একটি সংক্ষিপ্ত ব্যালে ড্যান্স করে (পত্রিকার ভাস্যমতে T shirt খুলে উলংগ ডিস্কো নৃত্য না) টিসার্ট পরা মেয়ে টা যেই পোষাকে আসছিল সেই পোষাকেই নেচেছে। কিন্তু কিছু মওলানা তখন কোন কথা না বললেও বাইরে বের হয়ে কুচক্রী দের সাথে কিছু একটা পাকানোর চেষ্টা করতেছে। অথচ বুঝেও না ডিস্কো আর ব্যালে নৃত্যর তফাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.