আমাদের কথা খুঁজে নিন

   

কালরাতে আমরা দু'জন ব্যবহৃত হয়েছি



অমৃত-শাখা থেকে শেষপাতাটা বিপুল আত্নগৌরবে খসে পড়ার আগেই কালপ্রাতে, মিলনের সব-কলায় পরিতৃপ্ত পাঠ আমরা পরিপূর্ণভাবে শেষ করেছি; দেবমিলনের এ মধুপ্রিয়া মাহেন্দ্রক্ষণ এখন আর আমাদের আরাধ্য নয় কিছুতেই, প্রিয় শাখামৃগ! এসো আমরা বরং তুমুল তুষারঝড়ে উদ্বাস্তু শীতবৃক্ষের ন্যাংটো আনন্দকেই মহিমান্বিত করি, আজ আমাদের আনন্দ হোক নাঙ্গা খোলা তুষার আসমান। মিলনের ধীরদৌড়ে সকলেই জেতে না কখনো, যদিও বিচ্ছেদে বাজি জিতে ঘরে ফেরার ভাব করে কেউ কেউ। তবু তুমুল তুষারঝড়ে উদ্বাস্তু শীতবৃক্ষের ন্যাংটো আনন্দই এখন পর্যন্ত সেরা। অমৃত-শাখা থেকে শেষপাতাটা বিপুল আত্নগৌরবে খসে পড়ার আগেই প্রিয় শাখামৃগ! হ্যা, কালরাতে আমরা দু'জন ব্যবহৃত হয়েছি। এসো আমরা এখন তুমুল তুষারঝড়ে উদ্বাস্তু শীতবৃক্ষের ন্যাংটো আনন্দকেই মহিমান্বিত করি, অমৃত-শাখা থেকে শেষপাতাটা ঝরে পড়ার আগেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।