আমাদের কথা খুঁজে নিন

   

কালরাতে দেবদূত এসেছিল ।

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

নিরবিচ্ছিন্ন অন্ধকার প্রকোষ্ঠ ছাপিয়ে এক মুঠো আলো এসে পড়ে আমার শুভ্র বিছানায় ; সহসা সমস্ত শরীরে বয়ে যায় ঠান্ডা শীতল অনুভূতি । ভয়ংকর দ্যুতি ছড়িয়ে প্রকান্ডকায় দাঁড়িয়ে দেবদূত । আমি অবাক হয়ে প্রশ্ন ছুড়লাম -- তুমি এসময় এখানে কেন ? -আমি তোমায় নিতে এসেছি ,প্রস্তুত হও । -এখন ?কয়টা বাজে দেখেছ ? -আমি কখনো ঘড়ির কাটা দেখে আসি না । -তোমার না হয় সময় তাল নেই ,কিন্তু আমাকেতো হিসেব করেই চলতে হয় ।

-আজ থেকে তোমার সব চলা শেষ হয়ে যাবে । -বললেই হলো । আমি বিছানা থেকে নেমে চাদরটা টান টান করে বলি - একটু পরেই বাবু স্কুলে যাবে ,ওর টিফিন করে দেবে কে শুনি ;তারপর ওর বাবার অফিস । রান্না করতে হবে ,কাপড়গুলো ভিজে আছে । জানতো কাল রাতে বৃষ্টিতে কি ভেজাটাই না ভিজলাম ।

দেবদূত আরো গম্ভীর গলায় বলল - তুমি সব কিছুর উর্ধে্ব চলে গেছ । -হুম,তুমি যখন খুশী তখন আসবা আর আমাকে তোমার সাথে যেতেই হবে !বহুদিন পর কাল একটা ছুটি পেয়েছি । কতো কি যে করবো ,ঘরবো -অনেক মজা হবে । আমাকে ছাড়া ওদের ভলো লাগবে বলো ? দেবদূত এবার না হেসে পারলো না - তোমার জন্য কিছুই আটকে থাকবে না তুমি অনেক সময় নিয়ে নিয়েছ ,এবার চলো । এতো আলো ...এতো আলো আমি একজীবনে কখনো দেখিনি ।

মনে হচ্ছে সূর্যের খুব কাছে চলে এসেছি । আমার হাত -পা -সুন্দর মুখশ্রী কেমন গলে গলে পড়ছে ; আমি কি শূণ্যে মিলিয়ে যাচ্ছি !ওফ্ কোথায় আমার বিছানা ?বাবুর পেন্সিলবক্সটাতো টেবিলেই রয়ে গেল । ইশ্ আজো নাস্তা না করে অফিসে গেল । বুয়াটা যে কি , মুরগীতে আবারো ঝাল বেশী দিয়েছে -ছেলেটা মুখেই দিতে পারবে না । ওমা ,এখন দেখছি একা একাই খেলা দেখছে ।

ভালোই হয়েছে ঘন্টায় ঘন্টায় আর চা দিতে হবে না । সেকি !আমার বেডরুম থেকে কে বের হচ্ছে ?দেখতেতো মন্দ না । রান্নাঘরে কি করে ?কেমন মেজাজটা খারাপ হয়,আরে গাধী ও চায়ে এক চামচ চিনি খায়; দিলতো খেলা দেখার মজাটা শেষ করে । ও বাবা !কি আরাম করে চা খাচ্ছে বেহায়াটা । এমন অমৃত খায়নি কোনদিন ।

বাবুটা যে কখন থেকে একা একা খেলছে হুশ আছে কারো ! --জানো দেবদূত ,ও বলেছিল যেদিন তুমি আসবে একটা শর্ত দেবে ? -কি শর্ত ? -আমাকে নিতে হলে আমাদের দুজনকেই একসাথে নিতে হবে । দেবদূতের অট্টোহাসিতে ভেঙে পড়ে সাত আকাশের রঙ ঝলসানো কোটি কোটি তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।