আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক : যৌতুক চাই না তবে.....

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন

ছেলের বাবা গেছে মেয়ে দেখতে, মেয়ে পছন্দ হবার পর ছেলের বাবা: আপনার মেয়ে তো রাজ রানী এমন মেয়েকে হাত ছাড়া করতে চাই না, মেয়ের বাবা: বেয়াইন সাহেব দাবি দাবার কথাটা কি যেন বলেছিলেন ? ছেলের বাবা: এমন মেয়ের জন্য আবার দাবি দাবা কিসের তবে.... মেয়ের বাবা: তবে কি বেয়াইন সাহেব? ছেলের বাবা: কিচ্ছু চাই না তবে যদি একটা টিভি দেন আপনার মেয়ে একা একা থাকলে বসে বসে দেখবে সেটা তো আমাদের কিছু না। যদি একটা ফ্রিজ দেন গরমের দিনে ঠান্ডা পানি খেলে তো আপনার মেয়ে ই খাবে, আমরা কিচ্ছু চাই না যদি সোফাসেট দেন আপনারা নতুন মেহমান আমাদের বাড়িতে গেলে তো আপনারা ই বসবেন আমাদের আর কি, আমরা কিচ্ছু চাই না যদি জামাইকে একটা মটর সাইকেল দেন জামাই সেটা দিয়ে আপনাদের বাড়িতে আসবে সে তো আপনাদের ই সন্মান....আমরা কিচ্ছু চাই না। মেয়ের বাবা: বেয়েইন সাহেব এক কাজ করেন জামাইকে আমাদের বাড়িতে একবারে দিয়ে দেন তাহলে আর তেল খরচ করে মটর সাইকেল দিয়ে আমাদের বাড়িতে আসতে হবে না, আমরাও আপনার বাড়িতে গেলাম না সোফার টাকা ও বেচে গেল, আমার ঘরে টিভি ও আছে, ফ্রিজ ও আছে মেয়েরও কষ্ট করে একা থাকতে হল না ঠান্ডা পানির ও ব্যবস্থা আছে........ জামাই আমার বাড়িতে সুখেই থাকবে আর আপনাকে ও জামাইয়ের জন্য কিছু দিতে হবে না...... যা লাগে আমরাই কিনে দিব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।