আমাদের মাদ্রাসা শিক্ষাব্যাবস্থাটা একটু ভাল করে পর্যালোচনা করা দরকার ওখানে কারা পাঠদান করছেন, কি শেখাচ্ছেন? কওমি মাদ্রাসার ছাত্রদের আচরণ এতো হিংস্র হবে কেন? তারা ধর্মশিক্ষা লাভ করছেন--তারা হবে্ন অনেক নম্র, ভদ্র হবে তাদের আচরণ মুখে থাকবে শান্তির ললিত বাণী কিন্তু এ সব কি দেখলাম? বায়তুল মোকাররাম মসজিদের গেট/ছাদ বেয়ে উঠে যাচ্ছে বানরের মত---সেখান থেকে খিস্তি খেউড় ঝারছে, বৃষ্টির মত ইঁট ছুঁড়ে মারছে, নিজের গায়ের পরিধেয় ছিঁড়ে ফেলছে, মসজিদের ভেতর বোম ফাটাচ্ছে, গুলি করছে, চাপাতি, কিরিচ হাতে ছুটছে, জায়নামাজে আগুণ দিচ্ছে----এসব কি কোন ধার্মিক কিম্বা মানবিক আচরণ? এসব কি ইসলামের দীক্ষা? এইসব দেখে দেখেই তরুণ প্রজন্ম এখন ধর্মবিমুখ হতে শুরু করেছে। অনেকেরই ধারণা হচ্ছে ইসলাম মানেই হিংস্রতা , দাঙ্গা ফাসাদ, বোমাবাজী, আত্মঘাতি হামলা -----আসলে কি তাই? বস্তুত ইসলাম মারামারি হানাহানির ধর্ম নয়--ইসলাম হচ্ছে শান্তির ধর্ম---তাহলে ওদের আচরণ এতো জংলি, এতো উচ্ছৃঙ্খল কেন? ওরা কি ভিন্ন কোন ইসলামের অনুসারী? মাদ্রাসা কি ওদেরকে অন্য কিছু শেখাচ্ছে? এই দিকে একটু গভীর দৃষ্টি রাখা খুব জরুরী---- নইলে এই দেশ তালেবানি দিয়ে ভরে যাবে----সময় থাকতে সাবধান!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।