আমাদের কথা খুঁজে নিন

   

লাইভ দেখুন মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় নিয়ে প্রদর্শনী ‘এভারেস্ট চূড়ায় বাংলাদেশ’

লাইভ ওয়েব টিভি এর ব্লগ

২৩ মে ২০১০। বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন, বিজয়কেতন ওড়ানোর দিন। প্রথম বাংলাদেশী হিসেবে ২৩ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহন করেন মুসা ইব্রাহীম। এভারেস্ট চূড়ায় প্রথমবারের মতো সেদিন উড়েছে বাংলাদেশের পতাকা। বাংলাদেশের ইতিহাসে এ এক গৌরবময় অর্জন।

এই গৌরব অর্জন করে এই দেশকে উচ্চতার নতুন মাত্রায় নিয়ে গেছেন মুসা ইব্রাহীম। মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে আগামীকাল ২৬ নভেম্বর ২০১০, শুক্রবার থেকে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী এক প্রদর্শনী। ‘এভারেস্ট চূড়ায় বাংলাদেশ Bangladesh on top of the Everest)’ শিরোনামের এ প্রদর্শনীতে মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযানের সময় তাঁর নিজের এবং তাঁর সহযাত্রী পর্বতারোহীদের তোলা আলোকচিত্র স্থান পেয়েছে। এসব আলোকচিত্রে উঠে এসেছে মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযানের বিভিন্ন পর্যায়। এ ছাড়াও অভিযানে ব্যবহƒত মুসা ইব্রাহীমের পোশাক, তাঁবু, বিভিন্ন সরঞ্জাম স্থান পেয়েছে।

প্রদর্শনীতে শিল্পী অশোক কর্মকারের পরিকল্পনায় হিমালয় অঞ্চলের আবহাওয়ার আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কমজগৎ ডট কম উদ্বোধনী অনুষ্ঠানটি সরসরি সম্প্রচার করবে। Click This Link তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ২৬ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেসে (২৬ মিরপুর রোড, ঢাকা) এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ওরিয়ন গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম। প্রদর্শনীটি ২৬ নভেম্বর শুরু হয়ে চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা; শুক্র-শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে (রোববার বন্ধ)। প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে ওরিয়ন গ্রুপ এবং ব্যবস্থাপনায় অ্যানেক্স কমিউনিকেশনস। এভারেস্ট চূড়ায় বাংলাদেশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবেদক এবং চিত্রগ্রাহক পাঠানোর অনুরোধ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.