গত এক বছর ধরে আমি সামু ব্লগের নিয়মিত পাঠক।তবে লিখার চেয়ে পড়াই বেশি ভাল লাগে ,আর তাই লিখব লিখব করেও আর লিখা হয়ে উঠেনি ।সামুর আস্তিক-নাস্তিক ,ভাদা-ছাগুর লড়াই আমাকে বেশ বিনোদন দেয়।মাঝে মাঝে পাবলিক প্রাইভেট ক্যাচালও মন্দ লাগে না ।মাঝে মাঝে বিভিন্ন পোষ্ট/কমেন্টের প্রতিবাদ করতে ইচ্ছা হয়,কখনো আবার পোষ্ট/কমেন্টের জন্য লেখকে বুকে জরিয়ে ধরে বলতে ইচ্ছে আপনাদের জন্যই এই দেশ টিকে আছে,আবার কখনো নিজের কষ্ট,দুঃখ,আনন্দ,বেদনা,ভাললাগা সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হয় ।আর এই ইচ্ছা থেকেই ব্লগে লিখার সূএপাত।
যাইহোক আজ ২৫-১১-২০১০ তারিখে রাত ১২.৫৩ ঘটিকায় সামু ব্লগের ব্লগারদের সালাম,নমস্কার,আদাব ও শুভেচ্ছা জানিয়ে আমি লৌহ মানব ব্লগ লিখা শুরু করছি।
“জয় বাংলা,বাংলাদেশ জিন্দাবাদ
লৌহ মানব দীঘজীবি হোক ।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।