Change the World
মশা দিয়ে মশা ধ্বংসের একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন ব্রিটিশ গবেষকরা; তারা বলছেন, এর মধ্য দিয়ে কমানো যাবে ডেঙ্গুর প্রকোপ।
মশা ধ্বংসে একটি বন্ধ্যা পুরুষ মশা উদ্ভাবন করেছেন ব্রিটিশ প্রতিষ্ঠান ওক্সিটেক'র ওই গবেষকরা। জিনের এদিক-সেদিক করে উদ্ভাবিত এই মশার সঙ্গে মিলনে মারা পড়বে স্ত্রী এডিস মশা।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ক্যামেনে বন্ধ্যা পুরুষ মশা ছেড়ে অভাবিত ফল পাওয়া পেয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন, সেখানে ৩০ লাখ বন্ধ্যা মশা ছেড়ে ছয় মাসে মশার সংখ্যা ৮০ শতাংশ কমানো গেছে।
স্ত্রী এডিস মশার কামড়েই ডেঙ্গু জ্বর হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বছরে প্রায় ৫ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। আর এতে মৃত্যু ঘটে প্রায় ২৫ হাজার মানুষের। তাছাড়া ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে প্রায় আড়াই শ' কোটি মানুষ, যা বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ ভাগের একভাগ।
ডেঙ্গুর কোনো টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত না হওয়ায় ওক্সিটেকের গবেষকদের পদ্ধতি এ ক্ষেত্রে ফল দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ওক্সিটেকের প্রধান বিজ্ঞানী লিউক আলফে বলেন, বন্ধ্যা পুরুষ মশা ছেড়ে দিলে তা স্ত্রী প্রজাতির সঙ্গে মিলিত হবে-এ ধারণার ওপর ভিত্তি করে পরিকল্পনাটি নেওয়া হয়।
"পুরুষ মশাগুলো যৌনমিলনের জন্য হন্যে হয়ে স্ত্রী মশা খুঁজে বেড়ায়। আর এটাই তাদের প্রধান কাজ", বলেন তিনি।
লিউক জানান, এ প্রক্রিয়ায় যৌন মিলনের পর বন্ধ্যা মশাটি মারা যাবে। আর তাদের মিলনে যে লার্ভা জন্মাবে তার বেশিরভাগই দ্রুত মারা যায়।
আর যেগুলো বেঁচে থাকে সেগুলোরও মৃত্যু ঘটবে অল্প সময়ের মধ্যে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।