এবার হবেই! লোরকের পাশে এবার আপনিও >> ০১৮৩৬৫৫৫৬৪০ ছোট শিশুরা আছাড় খেলে বা মাটিতে পড়ে ব্যথা পেলে, তাদের স্বরে চিৎকার করতে থাকে। তখন তাদের কান্না থামানো বেশ মুশকিল। অনেক কিছু বলে তাদের সান্ত্বনা দিতে হয়। ছোট বেলায় একবার মাটতে পড়ে গিয়েছিলাম, খুব ব্যথা লাগছিল! আমিতো কেঁদে পাড়া ডেকে এনেছি! তখন আমার এক আত্মীয় এই মন্ত্র পড়ে আমাকে ঝেড়ে দিল। মন্ত্র শুনে আমার কান্না থেমে গেল।
আপনিও চেষ্টা করে দেখুন আপনার শিশুকে বা পরিচিত শিশুকে এই মন্ত্র বলে সান্ত্বনা দিতে পারেন কিনা?? তাদের কান্না আসলে থামে কিনা?? পরিক্ষা করে আমাদের জানান।
আগিরা পানি, পাগিরা পানি,
আমি একটা ঝাড়া জানি।
আমি জানি না,
আমার দাদায় জানে।
তাও শালারা আমায় টানে।
ফু! ফু!! ফু!!!
(মন্ত্রটি টাঙ্গাইল অঞ্চল থেকে সংগৃহীত।
আপনারাও এই ধরনের কোন মন্ত্র জেনে থাকলে, আমাদের জানান। লোরকের সাথে থাকুন। )
http://www.facebook.com/lorokbd ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।