আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্র

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

আমার হৃদয়ে বয়ে চলেছে আমাজান। দু'কূল ছাপিয়া নূহের প্লাবন গ্রাসিছে জনপদ। বাতাসে টাইফুনের দোলা বাজায় পাগলা-ঘন্টি। উন্মত্ত ভৈরব কল্লোল আছড়ে পড়ে তীরে। সু-উচ্চ ঢেউয়ের 'ঘাতে টাইটানিকের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। নিঃশ্বাসে অগ্নি হল্কা- করতে পারে দাবানল প্রজ্জ্বলন। হৃৎপিন্ডে হাতুরির আঘাতে মস্কোর ঘন্টা অথবা যুদ্ধের দামামার চাইতেও বেশি গর্জন ওঠে। বলতে পারো, কেন এ মহাপ্রলয় আজ হৃদয় গহীনে আমার? একটি কথা, শুধু একটি কথা বলতে চাই আমি তোমায়- শুনবে কী?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।