মেহরিন সাদিয়া সুমি
কথায় আছে, দুঃসংবাদ বাতাসের আগে ছড়ায়। মনীষা কৈরালার ‘বিবাহবিচ্ছেদ’-এর খবরটা ছড়িয়েছে তারও আগে। সাইবার দুনিয়া বলে কথা। খবরটা চাউর হতে কয়েক মিনিট লেগেছে মাত্র। সবাই হুমড়ি খেয়ে পড়ল ফেসবুকে।
এক সময়ের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিবাহবিচ্ছেদের কথা ভাবছেন! মনীষার ফেসবুক অ্যাকাউন্টে এমন স্ট্যাটাস দেখে ভক্তদের অনেকে হলেন মর্মাহত। কেউ কেউ তাঁকে দিলেন উৎসাহ, ‘মনীষা, তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, আমরা তোমার সঙ্গে আছি। ’
গত শুক্রবার মনীষা কৈরালা তাঁর ফেসবুকের অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘পাঁচ মাসের মাথায় বিবাহবিচ্ছেদের কথা ভাবছি। এমন সিদ্ধান্তে মা-বাবা মর্মাহত হবেন না বলে আশাবাদী আমি। ’ অবশ্য কয়েক ঘণ্টা পরই সেটি মুছে ফেলা হয়।
এ ব্যাপারে সাবেক এই বলিউড তারকার মন্তব্য জানা সম্ভব হয়নি। তবে তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, ‘ওরা খুব সুখী দম্পতি। বিবাহবিচ্ছেদের প্রশ্নই আসে না। কদিন আগেই ফিনল্যান্ড থেকে মধুচন্দ্রিমা কাটিয়ে এসেছে। সম্রাট দাহাল প্রচণ্ড ভালোবাসে মনীষাকে।
’
সূত্রঃ ওয়েবসাইট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।