আমাদের কথা খুঁজে নিন

   

দরিয়ার অন্যদুয়ারে



একটি কলম ধার করে দরিয়াও লিখতে চেয়েছিল তার আত্মজীবনী। পারেনি, কারণ সে রাতে উত্তাল ঢেউ ছিল চারদিকে, আর ভয়ের আকাশ বিদীর্ণ করে একঝাঁক পাখি উড়ে গিয়েছিল অন্য কোনো দিগন্তে। পাখিরা উড়ে যায়। মানুষ উড়তে চাইলে প্রয়োজন হয় উড়োজাহাজের। তারপর পরনির্ভর জীবনটাকে উড়িয়ে দিতে দিতে ছাড়ে নিঃশ্বাস। বিশ্বাস তখন চাপা পড়ে যায় ছাইপাত্রে। উনুনের হাড়, দিয়ে যায় জানান - এখানে কোনো কালেই কালো কয়লার অস্তিত্ব ছিল না ! আমরা যে দরোজা খুলে এতোদিন একটি নিঃশ্বাসের অপেক্ষায় ছিলাম , তার আয়ুও ক্রমশঃ ছোট হয়ে আসে। খবরে প্রকাশ পায় , বাঘালয়ে লোকগুলোর আক্রমণ আজকাল খুব বেশি বেড়েছে ...... ছবি- লরা মটা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।