www.theeconomist2011@yahoo.com
সামু কর্তৃপক্ষ, আমাকে বলেছিল, সাতদিন ওয়াচে রাখবে, তারপর দয়াকরে আমাকে প্রথম পাতায় এক্সেস দিবে। জীবনে প্রথম ব্লগার হওয়ার খবর সবাইকে জানালাম। বন্ধু-বান্ধবীরা এই সুযোগে একটা হোটেল বিল দাখিল করলো, আমি বাধ্য হয়ে আমতা আমতা করতে করতে অনেক কষ্টে খসিয়া গেলাম। অনেকেই বললো ঠিক আছে আমাকে তারা খোঁজবে। কিন্তু না পেয়ে এখন নতুন একটা নাম দিয়েছে-‘‘ব্লম’’ যার বিস্তারিত রূপ ব্লম=ব্লগার মফিজ।
এখন তারা আবার প্রস্তাব দিয়েছে, যদি আবার হোটেল বিল দেই তাহলে তারা ব্লগার মফিজ চালু করবেনা, আমার সম্নান তারা অক্ষত রাখবে। আমি আশায় ছিলাম যদি এর মধ্যে প্রথম পাতায় এক্সেস পাই তাহলে দ্বিতীয়বার হোটেল বিল দেওয়া থেকে রক্ষা পাবো। কিন্তু আমার ভাগ্যে তা হয়নি।
দয়া করে কোন হৃদয়বান ব্লগার কি বলবেন আমি কবে এক্সেস পাবো। কতৃপক্ষের কাছে কিভাবে দাবী জানাবো?
প্লিজ সামু কতৃপক্ষ কি আমাকে প্রথম পাতায় এক্সেস দিবেন না? আমি আর কত অপেক্ষা করবো, একটা কিছু করেন, আমি তো আর হোটেল বিল দিতে পারছিনা।
এমনিতে বেকার, আরও আছে একটা প্রেমিকা, একটা মোবাইল ফোন, নোট ফটোকপির ঠ্যালা, কই যাই কি করি। প্লিজ হেল্প মি। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।