আঁধারে আঁধারময় শর্বরী আমার, স্বপ্নালু চোখে খুজি বার বার, দূরন্ত যৌবনময় অন্ধকার, শুধু হাহাকার।
তোমার বসন্ত দিনে না হলাম পিক
হে হেমন্তের মিষ্টি গন্ধ, অচেনা বায়
ডাকি তোমায় প্রিয়, শ্যামল কর দিক।
কালপুরুষেরে দেখ, ক্রোধে জ্বলে বায়ু,
সহস্র কালে নিভে আলো, কমেছে আয়ু
চন্দ্রালোকে অশ্রুজল করে ঝিকমিক
তবু তুমি এলেনা হে ডুবন্ত মিহির,
দেখলেনা তুমি ঐ শূন্য নদীর তীর।
চলে গেলে ঐ সন্ধ্যাতারার পিছে পিছে
মাঝে মাঝে মনে হয় সবই কি মিছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।