দ্রোহের আগুনে উঠুক জ্বলে
মেঘবালিকার ছিল তখন
মেঘের দেশে বাস
দূরের থেকে সন্ধ্যাতারা
ফেলতো দ্বীর্ঘশ্বাস ।
রাতের বেলা চুপি চুপি
মেঘের দেশেই দিত উঁকি
খুঁজতো কোথায় মেঘবালিকার
রেশম কোমল চুল
সন্ধাতারার রোজই হতো
সকল কাজে ভুল ।
পেরিয়ে নিশি ভোর হত যেই
সন্ধাতারার ছুটি
ছড়িয়ে যেত আকাশপরে
আনকোরা ফুল দুটি ।
মেঘবালিকা গুঁজতো মাথায়
জানতো না তো তবু
সাজিয়ে কে যায় ফুলের ডালি
কেউ জানেনি কভু ।
তারপরে যেই সন্ধ্যা মিলায়
মেঘবালিকা নিদ্রামগন
শুকনো ফুলে সন্ধ্যাতারা
বেরায় খুঁজে সেই সে লগন ।
এমনি করেই দিন কেটে যায়
হয়না দেখা তবু
কোথায় পাবে সেই তাহারে
মিলবে ওরা কভু?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।