সেদিন দেখি আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া ভাইয়ের দুই ছেলে ব্লগ লিখছে। ১২/১৩ বছর বয়সের ছোট্ট ছোট্ট দুই শিশুর ব্লগ লেখা দেখে সত্যিই পুলকিত হলাম। অত্যন্ত খুশি লাগল। যে বয়সে আমরা পত্রিকা পড়ার সুযোগ পাইনি সে বয়সে তারা ব্লগ লিখছে। দেখে অনেক আনন্দবোধ হল।
কথার পিঠে কথা সাজিয়ে তারা সুন্দর মন্তব্য করছে। সত্যিই অবাক হওয়ার মত। শুধ বয়সে শিশু নয়, আমার মত লেখালেখির জগতে যারা শিশু এমন অনেক ব্লগারই বোধহয় এই ওয়েবসাইটের লেখক। একসময় হয়তো এসব শিশু লেখকেরা পাকাহাতের লেখকে পরিনত হবেন। সেটা হয়তো সময়ের ব্যাপার।
অনেক প্রবীন ব্লগারের নবীন লেখাগুলো পড়ে তা সহজেই অনুমান করা যায়।
এভাবেই এই ব্লগ লেখক তৈরীর ক্ষেত্রে, তথ্যের আদানপ্রদানে, জ্ঞানের বিকাশে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু, ব্লগের সাথে প্রথাগত প্রিন্ট মিডিয়ার বেশ কিছু তফাৎ রয়েছে। ব্লগে রয়েছে মতামত প্রকাশের অবাধ স্বাধীনতা। যে স্বাধীনতার সুযোগ নিয়ে অসৎ চরিত্রের লেখকরূপী ব্লগারগণ অন্যের অধিকার হরহামেশা ক্ষুন্ন করে থাকে।
কিন্তু, তা প্রতিরোধ করার যথাযথ সদিচ্ছা বা সাধ্য ব্লগ কর্তৃপক্ষের নেই বলে মনে হয়। তা না হলে অন্ততঃ রেজিস্টেশনের সময় অশ্লীল শব্দের নিক ব্লগ কর্তৃপক্ষ কিভাবে অনুমোদন করতে পারেন বোধগম্য নয়। প্রিন্ট মিডিয়াগুলো যে অঞ্চলের জনগোষ্ঠীকে টার্গেট করে প্রকাশিত হয় সে অঞ্চলের মানুষের আচার-আচরণ, কৃষ্টি-কালচার, ধর্মীয় বিশ্বাস, রুচিবোধ ইত্যাদিকে বিবেচনায় রেখে এর লেখাগুলো নির্বাচন করা হয়। তা না হলে সে মিডিয়া গ্রহণযোগ্যতা পায় না। কিন্তু, ব্লগে এ দিকগুলো যথাযথভাবে বিবেচনা করা হয় হয় না।
তাই তো অন্তসারশূণ্য, বালখিল্য, আক্রমনাত্মক ও অশ্লীল অনেক লেখা ব্লগে অবাধে প্রকাশ করা সম্ভব হচ্ছে। যা সভ্যসমাজে কখনো গৃহীত হতে পারে না।
ব্লগে একদিকে যেমন সুন্দর সুন্দর তথ্য নির্ভর লেখা পড়া যায়। আবার অপরদিকে অশ্লীল গালিগালাজ ব্লগের জন্মের আগে ছাপার অক্ষরে কেউ লিখেছে বা পড়েছে বলে মনে হয় না। পৃথিবীর সকল সভ্যসমাজ একটি মজবুত নৈতিক আদর্শের উপর ভিত্তি করেই গড়ে ওঠে।
যে সমাজে কোন আদর্শকে পরোয়া করা হয় না সে সমাজ অরাজকতায় ভরে উঠে। অন্যায়ে সয়লাব হয়ে যায়। সেখানে কোন গুণীজনের জন্ম হয় না, সঠিক জ্ঞানের বিকাশ ঘটে না।
মন্তব্য করার অবাধ স্বাধীনতার সুযোগে আপনি হয়তো দেখবেন স্রেফ বিপরীত আদর্শের কোন পোষ্ট হওয়ার কারণে মন্তব্যের ঘরে লেখককে অযথা হেনস্থা করা হচ্ছে। মেয়ে ব্লগারের লেখাতে অশ্লীল মন্তব্য করা হচ্ছে, অশ্লীল ছবি জুড়ে দেয়া হচ্ছে।
সামহ্যোয়ার কর্তৃপক্ষ আপত্তিকর পোষ্টের ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ রেখেছেন। যদিও তা কতটুকু কার্যকর করবেন তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু আপত্তিকর মন্তব্যের ব্যাপারে অভিযোগ করার কোন সুযোগ তো নেই। কেউ হয়তো বলবেন, মন্তব্য মুছে দেয়া যায়; তা দেয়া যায় বটে। তবে মুছে দেয়ার আগে তো তা শত শত মানুষ পড়ে ফেলতে পারে বা দেখে ফেলতে পারে।
তবুও কামনা করি ব্লগ সাহিত্য আরো বিকশিত হোক, আরো ছড়িয়ে পড়ুক। সাথে সাথে আরো বেশী শালীন ও নীতিবদ্ধ হোক। আল্লাহ আমাদের সহায় হোন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।