অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
কমলার দুই গোলার্ধ ইদানীং চেপে গেছে আরো
মালটার আগ্রাসনে।
বহুবর্ষের কোয়া কোয়া রাজত্ব মালটার প্রকোষ্ঠে মুখ থুবড়ে পড়েছে আজ।
উন্নত মেরুর সুডৌল মালটা
পাশে চিমসে যাওয়া আদি কমলার ইতস্তত পড়ে থাকা
সেয়ানা দোকানীরা খদ্দেরের সম্মুখে ঠেলে দেয়
রূপ। রঙ। রস।
লালায়িত কর্পোরেট জিহ্ববা মজে যায় মালটার উজ্জ্বল গাত্রবর্ণচ্ছটায়
মালটার ফালি বেয়ে বুঁদ বুঁদ অহং গড়ায়
পরাস্ত কমলা পড়ে থাকে একদা-এক সময়ের ঝুড়িতে
উৎসুক চোখে সদ্য আগত ক্রেতাটি দেখে
ফলবাজারের ছত্রে ছত্রে মালটার জয় জয়কার।
পত্রিকার কাটতি বেড়ে আকাশচুম্বী
শিরোনামে স্বনামধন্য ফলবিদের উক্তি-
”মালটা একটি আগ্রাসী ফল”।
--------------------------
১০ নভেম্বর ২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।