আমাদের কথা খুঁজে নিন

   

বংলাদেশের সরকারী পরিসংখ্যান



আজ যে কথা গুলো বলছি তা বলতে আমার রিজেরই খারাপ লাগছে। আজ আমি বলব আমার জন্মস্থান যশোরের ছৌগাছা উপজেলার কথা। এ উপজেলার কিছু তথ্য নিচে উল্লেখ করছি ১। ছৌগাছা উপজেলা বাংলাদেশের স্বাস্থ্য খাতে মডেল। ২।

ছৌগাছা উপজেলা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে মডেল। ৩। ছৌগাছা উপজেলা বংলাদেশের নিরক্ষর মুক্ত উপজেলার মধ্যে একটি। ( সূত্র: সরকারী পরিসংখ্যান,বাংলাদেশ। ) এ তথ্য গুলো পড়ে মনে হতে পারে তাহলে আমার খারাপ লাগছে কেন।

সরকারী পরিসংখ্যান বাদ দিয়ে বাস্বব পরিসংখ্যান দেখি ১। বাংলাদেশের চোরাচালান সম্রাটের বাস চৌগাছায়, যিনি সকলের কাছে বড় ভাই নামে পরিচিত (টাকার জোরে)। ২। শুধু আমার গ্রামেই এমন ৫০ জন নারী পুরুষকে চিনি যাদের কোন অক্ষর জ্ঞান নেই। ৩।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুবই করুন। এই হল সরকারী পরিসংখ্যান আর বাস্তবের পার্থক্য। (সর্বোপরি বাংলায় জন্ম নিয়ে আমি গর্বিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।