আমাদের কথা খুঁজে নিন

   

‘সামহয়্যার ইন' পেল রেড হেরিং পুরস্কার পাওয়ায় সৈয়দা গুলশান ফেরদৌস জানা'কে শুভেচ্ছা এবং সকল ব্লগের এডমিনের নিকট কিছু অনুরোধ



আজ ডয়েচে ভেলে রেডিও জার্মানের ওয়েব সাইটে দেখলাম ‘সামহয়্যার ইন' পেল রেড হেরিং পুরস্কার' শিরোনামে একটি অপ্রত্যাশিত খবর। একজন ব্লগার হিসেবে সংবাদটি পেয়ে আমি আনন্দিত। সংবাদে আরো বলা হয়েছে,ডয়চে ভেলের ‘ববস্’এর অন্যতম বিচারক সৈয়দা গুলশান ফেরদৌস জানা ডয়চে ভেলের সহযোগী ব্লগ সাইট ‘সামহয়্যার ইন' এবছরের রেড হেরিং এশিয়া টপ ১০০ টেক স্টার্টআপ হিসেবে নির্বাচিত হয়েছে৷ বাংলাদেশে এই প্রতিষ্ঠানই সর্বপ্রথম এই সম্মান অর্জন করেছে বলে সব ব্লগারদের ঘরে ঘরে আনন্দের বন্যা বইছে। বিশেষ করে বাংলা ব্লগাররা বেশ হাসি-খুশি। এই নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

চীনের শাংহাই শহরে রেড হেরিং গত ১৬ই নভেম্বর তার টপ ১০০ এশিয়া এ্যাওয়ার্ড ঘোষণা করেছে ৷ ‘সামহয়্যার ইন'এর প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ও প্রধান নির্বাহী আরিল ক্লোক্কেরহৌগ সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই সুখবর দেন ৷ এশিয়ায় যেসব বেসরকারি প্রতিষ্ঠান উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তির মাধ্যমে বিশেষ ভূমিকা রেখে চলেছে, তাদের কাজকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ‘সামহয়্যার ইন'এর প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ২০১০ সালে ডয়চে ভেলের ষষ্ঠ বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ প্রতিযোগিতার সহযোগী হিসেবে ছিল সামহয়্যার ইন ব্লগ৷ ১২ জন বিচারকের একজন ছিলেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা। নিঃ সন্দেহে এটি আনন্দের সংবাদ। একসময় পত্রিকার কোন সংবাদের প্রতি সমালোচনা মূলক কিছু লেখার জন্য শুধু চিঠি পত্র কলামের প্রতি মানুষের ঝোক ছিলো। সেটা প্রকাশ হতে অনেক সময় লাগতো।

কিন্তু তথ্য-প্রযুক্তির বিপ্লবের কারণে ব্লগ জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা ব্লগ হিসেবে যে সব ব্লগ বেশি জনপ্রিয় তার মধ্যে প্রথম স্থানে রয়েছে সামহোয়ারইনব্লগ ডটনেট, সোনার বাংলাদেশ ব্লগ ডটকম, আমার ব্লগ ডটকম এবং প্রথম আলো ব্লগ ডটকম। সব ব্লগ ব্লগারদের মতামত প্রকাশের সুযোগ করে দিয়েছে। এক এক ব্লগ এক স্টাইলের। যেমন: সাম হোয়ার ইন ব্লগ ডটনেটে প্রথম পাতায় ব্লগিং এর সুযোগ নিতে হলে সাধনা করতে হয়।

এখানে অশ্লীল মন্তব্য লেখাকে তেমন সমর্থন করা হয় না। যদি কোন ব্লগার ভাল পোস্ট না দেয় তবে তাকে নিরাপদ ব্লগার হিসবে গণ্য করা হয় না। যদিও ইদানিং তাদের অহংকারের কথা ব্লগারদের মুখে মুখে শোনা যাচ্ছে। ‌'আমার ব্লগ ডটকম' হচ্ছে মুক্তমত প্রকাশের জনপ্রিয় ব্লগ। এ ব্লগে যে কোন ধরনের পোস্ট দেওয়া যায়।

তবে স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধীদের পক্ষে কোন পোস্ট দেওয়া হলে প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা হয়। তাছাড়া এখানে ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করে পোস্টও দিয়ে থাকে অনেক ব্লগার। তাতে কোন দোষ নেই। এই ব্লগের ব্লগারদের এটা সার্থকতা। সোনার বাংলাদেশ ব্লগ ডটকমও সামহোয়াইন ব্লগের স্টাইলে তৈরীকৃত ব্লগ বলে মনে করি।

এই ব্লগে ইসলাম ধর্মকে আঘাত করে ব্লগিং করলে অসংখ্য ব্লগার ক্ষেপে যায়। পক্ষে-বিপক্ষে মন্তব্য ছোড়াছুড়ি করে । কিন্তু অধিকাংশ ব্লগার ধর্মীয় বিষয়টি ঠিক রাখার চেষ্টা করে। প্রথম আলো ব্লগ এক শ্রেণীর তরুণ-তরুণীদের নিকট জনপ্রিয়। ব্লগার সংখ্যা খুব কম নয়।

এর প্রতিষ্ঠাতা সমকালের সহকারী সম্পাদক মাহবুব মোর্শেদের সাথে একাধিকবার কথা হয়েছে। যদিও ওনি নিয়মিত প্রথম আলো ব্লগে আড্ডা বা পোস্ট দেন না। তবে এ ব্লগে স্বাধীন মত প্রকাশ করা গেলেও কিছুটা বাধ্যবাধকতা রয়েছে। পোস্ট দেওয়া খুব কঠিন। যা হোক এখন ব্লগের জনপ্রিয় বৃদ্ধি পাচ্ছে।

খ্যাতিমান লেখকরাও আড্ডা দিতে কুণ্ঠাবোধ করে না । মুক্ত মত প্রকাশের সহজ এবং জনপ্রিয় মাধ্যম ব্লগ। উপরোক্ত ৪টি ব্লগের ব্লগার আমি। বিশেষ করে প্রতিবন্ধিতা বিষয়ে ব্লগিং করে মানুষকে জানার চেষ্টা করি। এখন আসা যাক আসল কথায়, সামহোয়ারইন ব্লগ ডটনেটের এই পুরস্কার এ দেশের মান সম্মানকে বিশ্বের দরবারে উচ্চ আসনে উন্নীত করেছে।

আসা করি এক সময় ব্লগিংই হবে সবার আড্ডা এবং বিনোদনের মাধ্যম। সেই দিন আর বেশি দুরে নয়। তবে একটা কথা বলার অপেক্ষা রাখে না যে, ব্লগারদের প্রতি ব্লগের এডমিনকে সহনশীল হতে হবে । অযথা ব্যান করা বা পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে ফেলার অভ্যাস দুর করতে হবে । তা না করলে ব্লগের জনপ্রিয়তা যেমন হ্রাস পাবে তেমনি ব্লগাররাও মানসিক ভাবে ভারসাম্য হারাতে পারে।

মানুষ না বলা কথা ব্লগে সেয়ার করে । আমি অনেক সময় আমার জীবনে করুণ কাহিনী তুলে ধরার চেষ্টা করেছি। অনেকে পরামর্শ দিয়েছে। এখনও ব্লগের মালিকদের মধ্যে অন্তদ্বন্দ্ব রয়েছে বলে শুনা যায়। তবে এর প্রভাব ব্লগারদের ওপর পড়ে নি।

এমন সময় আসবে যখন ব্লগের জনপ্রিয়তা নিয়ে প্রতিযোগীতা চলবে তখন এক ব্লগার একই পোস্ট অন্য ব্লগে দেওয়ার ব্যাপারে কঠোর ব্যবস্থার কথা থাকবে। যেমনতি হচ্ছে সংবাদপত্রে লেখা প্রকাশের ক্ষেত্রে। সে দিন বেশি দুরে নেই। তবে ব্লগের মালিকদের অন্তদ্বন্দ্ব দুর করে 'বাংলা ব্লগার সোসাইটি' গড়ার জন্য অনুরোধ করছি। কারণ, ব্লগের প্রতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে রাজনৈতিক দলসমূহ।

তখন কিছু ব্লগ ব্যানও হতে পারে । সোসাইটি থাকলে এর তীব্র প্রতিবাদ করা সম্ভব হবে। যেমন করা হয়েছে আমার দেশ বন্ধের সময়। সব শেষে সৈয়দা গুলশান ফেরদৌস জানার প্রতি শুভেচ্ছা এবং দীর্ঘায়ু কামনা করে লেখার ইতি টানছি। সবাই ভাল থাকবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।