আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলগামী কাক!

আমি আশা করবো..”তুমি আমাকে বুঝবে

চতুর এই কাক প্রজাতির নাম ‘নিউ ক্যালডোনিয়ান’। বৈজ্ঞানিক নাম Corvus moneduloides। এই কাকের ছানারা স্কুলে যায়। বাবা-মা যেখানে কাজ করে সেখানে কাকের ছানারা পর্যক্ষণ করে এবং বিভিন্ন টুল বা প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করতে শেখে। গবেষকরা জানিয়েছেন,এই শেখার স্থানটির নাম ‘টুল স্কুল’।

গবেষকরা জানিয়েছেন, নিউ ক্যালডোনিয়ান কাকগুলো তাদের বুদ্ধিমত্তা এবং বিভিন্ন সৌখিন উপকরণ ব্যবহার করে সমস্যা সমাধানের জন্য পরিচিত। এই কাকগুলো ছোটো পরিবার আকারে দল বেঁধে বাস করে। আর পারিবারিকভাবেই বাবা-মার কাছ থেকে বিভিন্ন উপকরণের ব্যবহার শিখে নেয় কাকের ছানারা। গবেষকরা এই শেখার পদ্ধতিটির নাম দিয়েছেন টুল স্কুল। এই স্কুলে খেলতে খেলতেই বিভিন্ন উপকরণের ব্যবহার শিখে নেয় কাকছানা।

গবেষকরা জানিয়েছেন, মানুষের বাইরে কেবল এই কাকেরাই সবচেয়ে জটিল কোনো উপকরণ তৈরি করতে এবং তা ব্যবহার করতে পারে। এমনকি সময়ের সঙ্গে সঙ্গে সেসব উপকরণের উন্নতিও ঘটাতে পারে। এসব উপকরণ কীটপতঙ্গ ধরতে বা অন্যান্য খাবার শিকার করতে ব্যবহার করে কাকগুলো। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের গবেষকরা জানিয়েছেন, নিউ ক্যালডোনিয়ান প্রজাতির এই কাকগুলো পারিবারিকভাবে একত্রে বাস করলেও অন্যান্য প্রজাতির কাকের মতো দলপ্রিয় নয়। সূত্র : বিবিসি অনলাইন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।