আমাদের কথা খুঁজে নিন

   

ফারুকির থার্ড পার্সন সিংগুলার নাম্বার দেখলাম।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

পুরাতন প্যাচাল/ক্যাচাল নিয়ে আবার হাজির হৈলাম। কারন, থার্ড পার্সন সিনেমাটি বেশ আলোরন জাগিয়েছিল বাংলাদেশে, বিশেষ করে সামুতে। এই সামুতে এটার বিপক্ষে এত প্রিভিও এসেছিল যে সিনেমাটির প্রতি ঘৃণা চলে এসেছিল। তাই সময় নষ্ট করে দেখা হয়েনি।

কিন্তু ঈদের বন্ধের কারণে আজ বসে বসে দেখেনিলাম। আমার নিকট অত খারাপ লাগে নি যতটা রিভিওতে পেয়েছিলাম। দু-একটা জায়গায় এত স্পষ্ট উল্লেখ না করে একটু ইংগিত দিলে বাংলাদেশের কালচারের জন্য বেশ ভাল হত। কত আজে বাজে হিন্দি ছিনেমা আমরা এক বসায় দেখেফেলি, সেই হিসেবে এটা ত ভালই হয়েছে। চাইলে আপনারাও দেখতে পারে।

ইউটিউব লিন্ক। http://www.youtube.com/watch?v=nR1JWfrL-SU কুয়ালিটি ভাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.