ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে!
গ্রুপে একজন এই ছবিটা শেয়ার করল। মাহফুজ টিভি মিডিয়ার লোক। তার সাথে তুলনা করার জন্য টিভি মিডিয়াতেই অনেক পাবলিক আছিল।
আফসুস টিভি মিডিয়ার লোকদের নিয়ে বললে তো আর তার মনের জ্বালা শেষ হবেনা। তাই শাকিব খান আর অনন্ত'র পিছনে লাগল!!!
আচ্ছা শাকিব আর অনন্ত তার কি ক্ষতি করেছে?
বলতে পারবেন?
ধুর মিয়া ভাইয়েরা একটু মাথা খাটান।
ফারুকি হইল পরিচালক আর শাকিব অনন্ত হইল হিরো। এখানে ক্ষতির প্রশ্ন আসবে কেন তাইনা?
জ্বী ভাই এখানেই ক্ষতির প্রশ্ন আইসা খাড়ায়া গেছে।
শাকিব খানকে আমি আর আপনি যে যাই বলি সে বর্তমান বাংলা সিনেমার হাল একলা হাতে সামলাইতাছে।
সাথে অনন্ত জলিল নতুন রিক্রুট হইছে। চোখ ধাঁধানো প্রযুক্তি দিয়ে সে তার অভিনয় দূর্বলতাকে অনেকটা সাইডে রেখে অভিনয় চালিয়ে যাচ্ছে।
অনন্ত সফল না ব্যার্থ সেটা প্রমান হতে আরো কয়েকবছর লাগবে। কিন্তু শাকিব এই লাইনে সফল চোখ বন্ধ করেই আমি আর আপনি বলে দিতে পারি।
তো ক্ষতিটা কোথায় ভাই?
আরে এত তাড়াহুড়ো শুরু করছেন কেন ভ্রাত!!!
ফারুকি মুভি বানাইতেছে বহুতদিন হইল। মুভি যদিও হাতেগোনা কয়েকটা বানাইছে। কিন্তু হাউকাউ করছে এরথিকা ১০ গুন বেশী।
ব্যাচেলর মুভিটারে আমরা অনেকেই হয়ত পছন্দ করেছি কিন্তু তার পরের গুলার কি অবস্থা?
মুভি বানানো হয়ে থাকে সিনেমা হলের জন্য!
মুভির ব্যাবসা ও হয় সিনেমাহল থেকেই!
অথচ এই গুনধরদের বানানো মুভি সিনেমাহল পায়না!!!কি আজব তাইনা!মুভি বানাইছে কিন্তু সিনেমাহল নিচ্ছেনা!!!
তারপর দুইতিনটা হলে রিলিজ দিয়ে টিভি প্রিমিয়ার করে কোন্মতে পয়সা উঠাচ্ছে তারা।
আর অন্যদিকে শাকিব অনন্ত'র মুভি?
টিভি প্রিমিয়ার তো বহুত দূরে ভিসিডির ভাল কপি ই পাওয়া যায়না বছর পার না হইলে!!!
এখন শাকিব আর অনন্ত'র মুভি সিনেমাহলে পাবলিক ধুমায়া দেখে আর তাদের মুভি সিনেমাহল পায়না!!
ক্ষতিটা হচ্ছে কি?
আর এই ক্ষতির কষ্টে সে তার মনের জ্বালা প্রকাশ করল এভাবে!!!
ফারুকি ভাই আমরা আপনের মনের জ্বালা বুঝি!! ধিকি ধিকি এটা এমঙ্করেই জ্বলবে!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।