আমাদের কথা খুঁজে নিন

   

লালসবুজের পতাকা আজ রক্তাক্ত

এ কি দেখছি! এ কি হচ্ছে! আমার সোনার বাংলায়ে ,লালসবুজের পতাকা আজ রক্তাক্ত । পাকিস্তানের হায়নারা কি আবার এই দেশে চলে আসল নাকি ?নাকি ফিলিস্তিনের উপর ইসরাইলি কোনো বাহিনী?যুদ্ধের সাজ সাজ রব চার দিকে । সাইরেন বাজিয়ে চলছে মোটা পোশাক পরা কিছু মানুষ । তাদের চুখ গুলো লাল টুকটুকে,হিংস্র হয়নার মত হয়ে আছে তাদের মুখ গুলো । তাক করে আছে বন্দুকের নল ।

যে কোনো সময়ে বের হয়ে আসবে বুলেট আর আগাত হানবে প্রতিবাদী মানুষের বুকে । যে দেশে পশু বা পাখি মারলে মানবাধিকার কর্মীরা লাফালাফি করে । যে দেশে খুনি সন্ত্রাসী দের ক্রস ফায়ারে মারলে মানবাধিকার কর্মীরা লাফালাফি করে, উনাদের ঘুম হারাম হয়ে যায় । .সে দেশে এই কয়েক দিনে ২০ থেকে ২৫ জন মানুষ কে নির্বিচারে হত্যা করলো পুলিশ । বৃষ্টির মত গুলি করে আহত করলো কয়েক হাজার মানুষকে ।

কোথায় গেল মানবাধিকার চেয়ারম্যান মিজানুর রহমান!ওনার ঠুট দুটি কি সুপার গ্লু দিয়ে আটকানো! ধিক্কার মিজানুর রহমান ধিক্কার তোমার মানুষিকতা কে । ধিক্কার জানাই পুলিশ দের, তোমরা আজ কাদের নির্দেশে গুলি করছ কেন গুলি করছ? তোমাদের ও একদিন এর জন্য জবাবদিহী করতে হবে ! অতি উত্সাহী হয়ে গুলি কর না । এক দিন বাংলার জনগণ তোমাদের চাল ধরতে পারবে । সেই দিন তোমাদের তারা উচিত জবাব দিবে । একজন সাংবাদিক যা মুখে আসে তা লেখতে পারেন না কারণ তিনি জাতির বিবেক ।

আর সাংবাদিকতায় নিয়ম বা ইথিক্স বলতে কিছু আছে । কিন্তু এ দেশের সাংবাদিকদের নিজস্ব বিবেক বা বিচার বোধ বলতে কিছু নেই । ওদের মগজটা টাকায় বিক্রি হওয়া । আর সাংবাদিক ভায়েরা বন্ধ করুন আপনাদের হলুদ সাংবাদিকতা ,বন্ধ করুন পক্ষ পতিতা, না হয় আপনাদের জন্য ও চরম মুল্য দিতে হবে এই আমাদের কে । তখন আপনাদের কেও ক্ষমা করবে না এই জাতি ।

আল্লাহ আমাদের দেশ কে রক্ষা করুন -আমিন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।