আমাদের কথা খুঁজে নিন

   

দাগ-২১ (এই দাগ হৃদয়ের, এই দাগ সমাজের)



সুরভী বিয়ের পর থেকে দেখছে শুভ্র সবার আগে বিছানা থেকে উঠে। সবাই বিছানা থেকে উঠে দেখে শুভ্র কাপড়-চোপড় পরে বাইরে যাওয়ার জন্য রেডি। আজ সকালবেলা বিছানা থেকে উঠতে দেখে সুরভী কয়েকবার দরজা নক করল। কয়েকবার দরজা নক করার পর শুভ্র’র সাড়া মিলল, কে প্রান্তিক? এই কিরে? ভাবী আসছি। শুভ্র নাস্তার টেবিলে এলো আরো আধ ঘন্টা পর।

ততক্ষণে সৌরভ অফিসে চলে গেছে। শুভ্র চেয়ারে বসতে বসতে বলল, ভাবী ভাইয়া চলে গেছে নাকি? হ্যাঁ নাস-ার টেবিলে তোর জন্য কিছুক্ষণ ওয়েট করল, তুই আসতে দেরি করছিস্ দেখে চলে গেছে। কিছু বলেছে নাকি? না, তুই আসতে দেরি হচ্ছে দেখে একটু হাসল। হাসল মানে? হাসল মানে তোর মধ্যে কোন অস্বাভাবিকতা দেখছে তাই। এতক্ষণ শুভ্র মাথা নিচু করেই কথা বলছিল এবার মাথা তুলতেই সুরভী যেন চমকে উঠল, কি রে তোর চোখ লাল কেন? ভাল ঘুম হয়নি? শুভ্র কিছু বলল না।

সুরভী কৌতুহলী হয়ে জিজ্ঞেস করল, কেন? কোন সমস্যা? হ্যাঁ সমস্যা তো বটেই। সমস্যাটা কি অফিসিয়াল? অফিসিয়াল না। তবে? হৃদয়ঘটিত। তাহলে তো আনন্দের সমস্যা, আচ্ছা তোর উর্মী না মায়া নাকি নাম মেয়েটার, ওকে তুই দেখেছিস্? সে আসলে তোর ছোটবেলার বান্ধবী নাকি অন্য কেউ কনফার্ম হয়েছিস্? না ভাবী এখনো কনফার্ম হয়নি তবে আমি শীঘ্রই কনফার্ম হবো তারপর একটা সিদ্ধান্ত- নিব। শুভ্র একবার ঘড়ির দিকে তাকিয়ে বলল, আজ দেরি হয়ে গেল, আবার ট্রাফিক জ্যামে না পড়লেই হয়।

উর্মী বার বার করে ঘড়ির দিকে তাকাচ্ছিল। আসলে উর্মীও শুভ্রকে ভালবেসে ফেলেছে কিন' একথা সে শুভ্রকে বলতে চায় না, কোনদিন তাকে মুখ দেখাতেও চায় না, তার একলা চলার পথে, এক বুক কষ্টের সাথে সে শুভ্রকে জড়াতে চায় না কিন' শুভ্রকে তার সব সময় মনে পড়ে। প্রতিদিন শুভ্র আগে অফিসে আসে, উর্মী পরে আসে। এমনকি কোনদিন ট্রাফিক জ্যামের অজুহাতেও দেরি হয়নি। শুভ্রর কিছু কিছু অভ্যাস আছে খুব ভাল, তার মধ্যে একটা হলো সব সময় নেগেটিভ হিসেব করে চলা।

শুভ্রর এই অভ্যাসটাও উর্মীর খুব পছন্দ। একদিন উর্মী জিজ্ঞেস করেছিল, শুভ্র তুমি সব সময় নেগেটিভ হিসেব করে চল কেন? কারণ তাতে যে কোন বিপদ এড়িয়ে চলা যায় এবং খুব সহজে সব কিছু মেনে নেওয়া যায়। যেমন? এই ধর তুমি মীরপুর থেকে ফার্মগেট আসবে। তুমি যদি মনে মনে হিসেব কর রাস-ায় এক ঘন্টা জ্যামে পড়তে পার তবে তুমি এক ঘন্টা আগে রওয়ানা দিবে তাতে করে তুমি ঠিক সময়ে পৌঁছে যাবে। আবার রিলেশনের ক্ষেত্রে তুমি যদি হিসেব কর যাকে তুমি পছন্দ কর বা যার ভালর জন্য কোন কিছু সেক্রিফাইজ করছ সে একদিন তোমাকে কষ্ট দিবে তবে তুমি আগে থেকেই আঘাত পাওয়ার জন্য প্রস'ত থাকবে তবে সে তোমাকে আঘাত দিলেও কম কষ্ট পাবে।

কিন' এত বাস-ববাদী, হিসেবী মানুষটার আজ দেরি হচ্ছে কেন? রাস-ায় কোন সমস্যা হয়নি তো? আজকাল তো প্রায়ই নানান রকম অঘটন ঘটছে। উর্মী একবার তার মোবাইলে সময় দেখল, এক ঘন্টা সময় পেরিয়ে গেছে। উর্মী শুভ্রর মোবাইলে রিং দিল। শুভ্র মোবাইল রিসিভ করল না। কয়েকমিনিটের মধ্যে এক রকম ঝটিকার মতো চলে এলো, উর্মী আমাকে কেউ খুঁজছিল নাকি? না কেউ খুঁজেনি, কোন সমস্যা নাই।

শুভ্র চেয়ারে বসতে বসতে বলল, যাক বাবা বাঁচা গেল। শুভ্র তোমার তো কোনদিন অফিসে আসতে দেরি হয় না? হ্যাঁ আসলে আজ ঘুম থেকে উঠতেই দেরি হয়েছে তাই। আজ ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, তারমানে সবকিছুতেই ব্যতিক্রম? শুভ্র কিছু বলল না। শুভ্র তোমার চোখ লাল কেন? রাতে ভাল ঘুম হয়নি মনে হয়? হ্যাঁ তুমি ঠিকই ধরেছ। হঠাৎ এরকম? শুভ্র বলল, উর্মী কেবল অফিসে আসলাম, আজ কাজ শেষে তোমাকে সব বলব।

উর্মী মুখে কিছু বলল না, তার মনে অসংখ্য চিন-া ভীড় করল, আমি বুঝতে পেরেছি শুভ্র, তুমি আসলে আমার বিকল্প কাউকে খুঁজে পেয়েছ। তোমারই বা দোষ কিসের? তুমি তো অনেকদিন আমার জন্য অপেক্ষা করেছ। আরও আগে তোমাকে আমার সবকিছু বলা উচিত ছিল। আমাকে তোমার মায়া ভেবে দিনের পর দিন সময় নষ্ট করেছ, তুমি যখন সবকিছু জানবে তখন কি করবে? আমি মায়া নাকি উর্মী? আমি তোমার ছোটবেলার সেই লাবন্যময়, চঞ্চল, গেছো মেয়ে মায়া নাকি অগ্নি দগ্ধ, বিকৃত মুখের উর্মী? তুমি ভাবছ আমাকে চিনতে পারার পর তুমি সিদ্ধান- নিতে পারবে? তোমার সিদ্ধান-হীনতা কেটে যাবে? আসলে তোমার সমস্যা আরও বাড়বে, আমি জানি তুমি আমাকে সত্যি সত্যি ভালবাস, কনে হিসেবে পছন্দের তালিকায় আমিই প্রথম কিন' যখন তুমি দেখবে আমি তোমার মায়া, তবে সেই মায়া না অন্য মায়া? তখন তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে না কিংবা তুমি রাজি হলেও তোমার গার্জিয়ানরা তা মেনে নিবে না, তখন কি করবে? এমনি অসংখ্য চিন-া মাথায় নিয়ে উর্মী কোনরকমে কাজ করছিল। শুভ্র উর্মীর সঙ্গে কথা বলা শেষ করে কাজে মনোযোগ দিয়েছিল।

শুভ্র যখন কাজ করে তখন খুব মনোযোগ দিয়ে কাজ করে, যেন কাজের মধ্যে ডুবে যায়। তারপর একটানা অনেকক্ষণ কাজ করে উর্মীর দিকে চেয়ার ঘুরিয়ে নিয়ে দু’য়েক কথা বলে আজও অনেকক্ষণ কাজ করার পর চেয়ার ঘুরিয়ে নিতেই শুভ্রর মোবাইলের রিং বেজে উঠল। শুভ্র মোবাইলের স্ক্রিনে নকশীর নাম দেখে একবার উর্মীর দিকে তাকাল। উর্মী একবার শুভ্রর দিকে তাকিয়ে চেয়ার থেকে উঠে বাইরে গেল। শুভ্র মোবাইল রিসিভ করল, হ্যালো।

কেমন আছেন আপনি? ভাল, আপনি? হ্যাঁ ভাল হঠাৎ কি মনে করে? মনে পড়ল তো তাই। হ্যাঁ আমারও আপনার কথা মনে পড়ছিল। শুভ্র আপনার কিন' আমার কথা মনে পড়েনি, আপনি আমাকে খুশি করার জন্য বললেন। এ্যানিওয়ে এখন অফিস আওয়ার, আপনি মনে হয় ব্যস- আছেন এরপর আমাকে মনে পড়লে রিং দিবেন আর যদি আপনি রিং না করেন তবে বুঝব আমাকে আপনার মনে পড়েনি। আমি এমনিতেই প্রতিদিন পরীক্ষা দিচ্ছি আপনি আবার নতুন পরীক্ষায় ফেললেন? আমি আশা করি আপনি পাস করবেন? ওকে, বাই।

কাজ শেষ করে উর্মী শুভ্রকে জিজ্ঞেস করল, শুভ্র তোমার হাতে কি আরও অনেক কাজ আছে? আমি তোমাকে হেল্প করব? না, আর দশ মিনিট। উর্মী বসে রইল। শুভ্র কাজ শেষ করে বলল, উর্মী তুমি তো জানো আমার গার্জিয়ানরা আমাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, তাদের প্রত্যাশাটা অবশ্য অযৌক্তিক না। আমি লেখাপড়া শেষ করেছি, চাকরি করছি, বিয়ের বয়স হয়েছে, এখন বিয়ে করতে হবে এটাই স্বাভাবিক। তাদের কোন পছন্দ নাই আমি যে কাউকে পছন্দ করলেও তারা তাকেই বউ হিসেবে মেনে নিতে রাজি আছে কিন' সমস্যা হলো আমাকে নিয়ে, আমি তাদেরকে না পারছি আমার পছন্দের কথা জানাতে না পারছি তাদের ওপর ভরসা রাখতে।

আমি একটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আছি, তুমি আমাকে এ বিষয়ে হেল্প করতে পার? আমি জানি শুভ্র আমার জন্য তোমার ডিসিশনটা হেঙ্গিং হয়ে আছে, আমি তোমাকে হেল্প করতে চাই তবে এভাবে অফিসে বসে আমি তোমার সাথে আমার ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাই না। তবে। অন্য কোথাও। শুভ্র উৎসাহিত হয়ে বলল, যেমন ঢাকার বাইরে, ফ্যান্টসি কিংডম, নন্দন পার্ক কিংবা ন্যাশনাল পার্কে? হ্যাঁ ন্যাশনাল পার্কে। কাল তো আমাদের অফিস বন্ধ আছে, চল কালকেই যাই।

ঠিক আছে। চলবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।