আমাদের কথা খুঁজে নিন

   

রঙিন পুতুলের কারুকাজ

= শাফিক আফতাব -------- ভেজা শাড়ির নীচে খলবল করে কুমড়োর ফুল, তাই দেখে মনে আসে কামনার বান ; সাকার্সের স্টেজে নেচে যায় হরেক রঙের পুতুল, সাবলীল আর প্রাঞ্জল হয় ুধিত প্রাণ। তুমি কাছে এলে মনের গহীনে ফোটে গুচ্ছগোলাপ, ঘ্রাণে মদির করে তোলে নাগরিক জীবনের লগন ; অমরার থেকে আসে মধুর সংলাপ, ক্রমাগত আসে মনের গহীন তোমারী অনুরণন। খোলা বিন্যাসচুলে কাজলকালো চোখে হয়ে ওঠো নান্দনিক সুঠাম দেহের গঠনে মনে হয় করি নিবিড় কারুকাজ, জ্ঞানহীন তাকাই আমি দিগি¦দিক ; কোথাও যেন পালাই ছেড়ে এই দেশ আর সমাজ। খলবল বুকে খেলে যায় আজব যাদুর গুঁটি ; তোমাকে পেলেই আমার অনাদী অনন্ত ছুটি। নারায়ণগঞ্জ, ২৪.০২.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।