বাচ্চাদের শাসন / নিয়ন্ত্রণ করার শর্টকাট উপায় হিসেবে আমরা তাদের ভয় পেতে শেখাই ; সেই ভয়ের বৃত্ত থেকে তার আজীবন আর বেরিয়ে আসা হয় না ... ...
বিশেষতঃ ধর্মীয় বিশ্বাস গড়ে দেয়ার ক্ষেত্রে এটা বেশী হয়। ছোটবেলা থেকেই আমাদের মেরেকেটে ধরেবেঁধে শেখানো হয় , "আল্লাহকে ভয় কর !" যখনো আমাদের "ভয়" কি , সেটাই ঠিক মত বোঝার বয়স হয়নি ! অতঃপর আমরা শিক্ষা নিই , "আল্লাহর ভয় মানে আম্মুর কানমলা , আর আব্বুর মাইর !" সুতরাং শৈশবে পরম ধার্মিক আমরা যতই বড় হতে থাকি ( কিম্বা , আরও শুদ্ধ করে বললে, বয়স বাড়তে থাকে) , বাবা-মায়ের ভয় এবং সেই সাথে সমানুপাতিক হারে আল্লাহভীতি ও ধার্মিকতাও কমতে থাকে ! আফসোস ! আমাদের যদি প্রথম থেকেই আল্লাহকে ভালবাসতে শেখানো হত !
ভুল না করেও পস্তানোর চেয়ে ভুল করে পস্তানোর মধ্যে কষ্টটা কম।
নরকে যখন যাবই, ষড়দেবতার পূজোটা সাড়ম্বরেই করি !
বউ অথবা বিবেক - যেকোন একটিকে নিয়ে তুমি সংসার করতে পার ; একসাথে এরা সতীনের-ও বাড়া !
Love can be blind , but still you can smell money !!!
Winners make rules , losers live by it .
Everybody supports a winner, but the losers need the support most !
প্রেমিকার অভাবে লাইফ খালি না হইলেও , বন্ধুর অভাবে ...অতি অবশ্যি তাহা বি-শা-ল শূন্যতায় খাবি খায় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।