আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটুকরো নিঃশ্বাস

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

কয়েকটুকরো নিঃশ্বাস -আবু মকসুদ ক মানুষের ঠিক মাঝখানে হাঁঠি আমার সঙ্গে হাঁঠে কোন মায়াময় মাছিমারা কেরানি। আমাকে দেখায় মানুষের নানাবিধ কেরদানি হাজারটা দুঃখ আগলে তবু হই মানুষে আনত। খ সময়ে মুগ্ধতা বাড়ে মৌন আমন্ত্রণে মলিন দেয়ালেও ছড়িয়ে পড়ে নিসর্গের কলতান এই আশ্চর্য পৃথিবীর অরণ্যভূমিতে হাঁঠার অধিকার শুধুই মানুষের। গ বাতাসে দূষণ বাড়ছে বিশুদ্ধ নিঃশ্বাসের সার্টিফিকেট যোগাতে ব্যতিব্যস্ত ডাক্তার অনাগত ভবিষ্যতের চিন্তায় মানুষই পোতে অসংখ্য টগরগাছ। ঘ উতলা করে রোমন্থনের স্বাদ অশ্বথগাছের আড়াল কে নিয়ে আসে শান্তফুলের তোড়া! এখন প্রান্তকাল প্রস্তুতি এক মসৃন সফরের তবু অশ্বথগাছের আড়ালে মানুষের ছায়া দীর্ঘ হয়। ঙ মানুষের ক্ষুধার কষ্ট বস্ত্রের কষ্ট বাসস্থানের কষ্ট আর কষ্ট তালেবানী বোমার একপাশে সরিয়ে এসব কষ্ট মানুষই মেতে উঠে উদাসী জ্যোৎস্নায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।