https://www.facebook.com/hossainabhi
গরু একটি উপকারি প্রানি। গরুর চারটি পা থাকায় কোনো হাত নেই । গরুর ২ টি চুখ, ১ টী নাক, ২ টী কান, কিচু দাত,১ টি গাল এবং লেজের আগায় ও নাকে কিচু লোম আছে । গরুর মাথা থেকে পা পর্যন্ত সব গোস্ত , পাছার গোস্ত একটু দামি, রানের মাংস বেশি দামি ও বুকের মাংস কম দামি হয়। গরু সাধারনত ৩ প্রকার হয়ঃ বিরিশ গরু, বেশি গরম বলে নাকে নাফা লাগাতে হয়, বলদ গরু শান্ত হয়, আর গাই গরু সাধারনত গরুর বাইচ্চার জনম দেয়।
গাই গরু সাধারনত মেয়ে গরু হয় । গরুর গু ও পেসাব মাটিকে উর্বর করে। গরু লোকসংখ্যা কমা্তে সাহায্য করে। কারন গরুর গোস্ত খেয়ে হাট এটাক, এন্তাক্স ও এলারজি হয়ে মানুস মারা যায়। গরুর রিন আমরা কখনো শুধ করতে পারব না।
আল্লাহ সব গরুকে বেহেস্তে নসিব করুক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।