আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে প্রাপ্ত একটী গোরুর রচনা

https://www.facebook.com/hossainabhi

গরু একটি উপকারি প্রানি। গরুর চারটি পা থাকায় কোনো হাত নেই । গরুর ২ টি চুখ, ১ টী নাক, ২ টী কান, কিচু দাত,১ টি গাল এবং লেজের আগায় ও নাকে কিচু লোম আছে । গরুর মাথা থেকে পা পর্যন্ত সব গোস্ত , পাছার গোস্ত একটু দামি, রানের মাংস বেশি দামি ও বুকের মাংস কম দামি হয়। গরু সাধারনত ৩ প্রকার হয়ঃ বিরিশ গরু, বেশি গরম বলে নাকে নাফা লাগাতে হয়, বলদ গরু শান্ত হয়, আর গাই গরু সাধারনত গরুর বাইচ্চার জনম দেয়।

গাই গরু সাধারনত মেয়ে গরু হয় । গরুর গু ও পেসাব মাটিকে উর্বর করে। গরু লোকসংখ্যা কমা্তে সাহায্য করে। কারন গরুর গোস্ত খেয়ে হাট এটাক, এন্তাক্স ও এলারজি হয়ে মানুস মারা যায়। গরুর রিন আমরা কখনো শুধ করতে পারব না।

আল্লাহ সব গরুকে বেহেস্তে নসিব করুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.