আমাদের কথা খুঁজে নিন

   

HTML টিউটোরিয়াল (বেসিক)

আমাকে সাহাযয করুন

প্রথম পর্ব: *HTML আপনাকে নিজের ওয়েব সাইট বানাতে শেখাবে। *HTML অর্থ Hyper Text Markup Language *HTML ওয়েব পেজ তৈরি করতে markup tag ব্যবহার করে। markup tag হচ্ছে keywords যা দুটো কৌনিক ব্র্যাকেট < > দিয়ে আলাদা করা । RED ALART!! ##somewhereinblog HTML কোড সাপোর্ট করেনা। দীর্ঘ ৩ ঘন্টা পরিশ্রম করেও পূর্ণ কোড লিখে ব্লগে প্রকাশ করতে পারিনি।

কষ্ট করে শুধুমাত্র কোড এর যত জায়গায় "(" এবং ")" চিহ্ন দুটি দেখবেন, চিহ্নদুটি কেটে সেখানে < এবং > দিয়ে কোড লিখবেন। অর্থাৎ ( সমান সমান <
এবং ) সমান সমান > নিচের লেখা গুলো বিরক্তিকর হলেও পড়ে নেবেন। (h1)My First Heading(/h1) ****আবার মনে করিয়ে দিচ্ছি ( অথবা ) এর স্হানে < অথবা > বসাতে হবে। (h1> এখানে h1 একটি markup tag। একে HTML tag ও বলে।

HTML tag অবশ্যই জোড়ায় জোড়ায় বসবে। (h1>...................(/h1> প্রথম tag এর মতো শেষ tag এর শেষে শুধু একটি / বসবে অর্থাৎ h1 প্রথম tag হলে /h1 শেষ tag। কিছু বেসিক তথ্য জেনে নেই আসুন। মনে রাখবেন HTML tags এবং plain text এ দুয়ে মিলে HTML। আমাদের ওয়েব ব্রাউজার গুলোর কাজ HTML documents কে web page হিসেবে দেখানো ।

আসুন শুরু করি!! (html> (body> (h1>My First Heading(/h1> (p>My first paragraph(/p> (/body> (/html> আপনি যদি HTML না জানেন তাহলে এটি আপনার প্রথম HTML ল্যাংগুয়েজ । (html> এবং (/html> এর মাঝে যা আছে তা ওয়েব পেজ describe করে (body> এবং (/body> এর মাঝে যা আছে তা ওয়েব পেজ এ দেখা যাবে। অর্থাৎ ওয়েব পেজ এ দেখতে পাবেন : My First Heading My first paragraph আপনি অবশ্যই আমার কথা বিশ্বাস না করে নিচের লিন্ক ক্লিক করে এই কোডটি লিখে যাচাই করবেন। নিচের ছবির সাহায্য নিন। **আবার মনে করিয়ে দিচ্ছি ( অথবা ) এর স্হানে < অথবা > বসাতে হবে ।

HTML PRACTICE BOX আজ এ পর্যন্তই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।