«পূর্ববর্তী অধ্যায়
HTML এডিটর
________________________________________
HTML লিখতে আপনি নিচের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন।
• এ্যাডোবি ড্রীমওয়েভার
• মাইক্রোসফট এক্সপ্রেসন ওয়েব
• কফিকাপ এইচটিএমএল এডিটর
যেহেতু আপনি এখন এইচটিএমএল শিখছি সেহেতু আমি বলবো আপনি নোটপ্যাড (উইনডোজ) অথবা টেক্সটএডিট (ম্যাক) ব্যবহার করুন। আমি মনে করি নরমাল টেক্সট এডিটর সবচেয়ে ভালো হবে এইচটিএমএল শেখার জন্যে।
আসুন আপনি কিভাবে নোটপ্যাড ব্যবহার করে আপনার প্রথম ওয়েব পেইজ তৈরি করবেন তা দেখি।
________________________________________
ধাপ ১: নোটপ্যাড ওপেন করুন
নোট প্যাড ওপেন করতে>>
Start →All Programs →Accessories →Notepad
________________________________________
ধাপ ২: নোটপ্যাডে HTML লিখুন
HTML কোডগুলো নোটপ্যাডে লিখুন:
________________________________________
ধাপ ৩: আপনার HTML সেইভ করুন
নোটপ্যাডের ফাইল মেনু থেকে সিলেক্ট করুন Save
যখন আপনি আপনার এইচটিএমএল ফাইলটা সেইভ করবেন তখন এক্সটেনশন হিসেবে .htm অথবা .html ব্যবহার করবেন।
যদিও এই দুইটা এক্সটেনশনের মধ্যে কোন পার্থক্য নাই এটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে আপনি।
সেইভ করুন সেই ফোল্ডারে যেটা আপনি সহজেই খুঁজে পাবেন।
________________________________________
ধাপ ৪:আপনার ব্রাউজারে রান করুন HTML
আপনার এইচটিএমএল ফাইল ওপেন করুন ফাইল মেনু থেকে অথবা সরাসরি আপনার তৈরি করা এইচটিএমএল ফাইলে ডাবল ক্লিক করুন।
ওপেন করলে এমন দেখাবে। দেখুন আপনার এইচটিএমএল ট্যাগগুলো গায়েব হয়ে গেছে।
হাঃ হাঃ মজার তাইতো??? মজা পাচ্ছেন তো??? মজা পেলে পরবর্তী আমার সাথেই থাকুন। এইচটিএমএল শেখায় মজা আর মজা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।